২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লিগ শিরোপা লড়াইয়ে ৬ দল

-

কিছু কিছু নেতিবাচক ঘটনা ভালো কিছুর জন্ম দেয়। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই নেতিবাচক ঘটনার পরিপ্রেক্ষিতেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। আজ থেকে শুরু হতে যাওয়া বসুন্ধরা গ্রুপ বিপিএলে বলতে গেলে শিরোপা লড়াই হবে ছয় দলের মধ্যে। আর টিকে থাকা লড়াইটা মূলত তিন দলের মধ্যেই হবে। সেখান থেকে নেমে যাবে দুই দল। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পদত্যাগ। এরই জের ধরে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র অংশ নিচ্ছে না এবারের লিগে। ঢাকা আবাহনীতো বিদেশী ছাড়াই দল সাজিয়েছে এই প্রথম। বাংলাদেশ পুলিশও ভালো দল গড়তে পারেনি। চট্টগ্রাম আবাহনী কোনো মতে শেষ সময়ে দল বানিয়েছে। পাঁচ ক্লাবের এই বেকায়দায় পড়ায় জাতীয় দলে খেলা বেশ কিছু ফুটবলারের অবস্থা জটিল হয়ে যায়। শেষ পর্যন্ত এরা ভাগ হয়ে খেলছে ব্রাদার্স ইউনিয়ন এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে। এরই যোগ ফল এবার কমপক্ষে পাঁচ-ছয় দল শিরোপার লড়াই করার মতো যোগ্যতা সম্পন্ন হয়ে গেছে। আজ উদ্বোধনী দিনে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজ মাঠে খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। গাজীপুর স্টেডিয়ামে মোহামেডান খেলবে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। মুন্সীগঞ্জে ব্রাদার্সের মুখোমুখি বাংলাদেশ পুলিশ।
এবারের লিগে দুই নবাগত দল ঢাকা ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল। এই দলের সাথে চট্টগ্রাম আবাহনীকে লড়াই করতে হবে টিকে থাকার জন্য। পট পরিবর্তনে বেশ কয়েকজন ভালো খেলোয়াড়কে রাখতে পারেনি বাংলাদেশ পুুলিশ। গত লিগের চতুর্থ হওয়া এই দল কতটা ভালো করতে পারে সেটা দেখার বিষয়।
অন্যবারের মতো শক্তিশালী নয় বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ কাপে তাদের ব্যর্থতা সেটাই প্রমান করেছে। দলটি ভুগছে স্ট্রাইকার সঙ্কটে। রবসন রবিনহোর অভাব পূরণ হয়নি। যদিও দলটি চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে এবারের লিগেও শিরোপা ধরে রাখার কঠিন বার্তা দিয়ে রেখেছে। রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার অধীনে এবারো তারা লিগের হট ফেবারিট দল। ব্রাজিলের জোনাথন ফার্নান্দেজ এবং মিগুয়েল ফিগেইরোর সাথে তাদের স্থানীয়রা জ্বলে উঠলে এবারো তাদের ঠেকানো কঠিন।
বলতে গেলে বসুন্ধরা কিংসকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার মতো দল ঢাকা আবাহনী এবং ঢাকা মোহামেডানই। সম্পূর্ণ দেশী ফুটবলার নিয়ে গড়া ঢাকা আবাহনী এবার পুনরুদ্ধার করতে চায় লিগ ও ফেডারেশন কাপের শিরোপা। কোচ মারুফুল হক জানান, ‘ফুটবলারদের কঠোর পরিশ্রম, মনোযোগ এবং প্রতিভাই আবাহনীকে স্বপ্ন দেখাচ্ছে লিগ ও ফেডারেশন কাপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে।’ তিনি যোগ করেন, আমাদের বিদেশী ফুটবলার না থাকলেও দেশীদের দিয়েই সে গ্যাপ পূরণ করা হবে।’ দেশ সেরা এই কোচের মতে, ‘এবারের লিগ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ছয় দল থাকবে শিরোপার রেসে।’
জমজমাট লিগের প্রত্যাশা করছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাও। তার মতে, ‘বসুন্ধরা কিংস, মোহামেডান, ঢাকা আবাহনীর মতো ভালো দল হয়েছে রহমতগঞ্জ , ব্রাদার্স এবং ফর্টিস এফসিরও। ফলে বলা যায় ছয় দলের মধ্যেই ট্রফি জয়ের লড়াই হবে।’ জাতীয় দলে খেলা আশরাফুল, সুফিল, রহমতরা এবার দলটির প্রাণভোমরা। রানার মতে, ‘যদি আমরা শতভাগ দিতে পারি তাহলে ব্রাদার্স ভালো কিছুই অর্জন করবে।’ যদিও ব্রাদার্স ম্যানেজার আমের খান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের জন্য বাফুফের সঠিক এবং নিরপেক্ষ ভূমিকা দাবি করেছেন। তার মতে, লিগ চলছে অথচ কয়েক ক্লাব তাদের সার্ভিসেস দলের ফুটবলারদের খেলাতে পারবে না ৫ ডিসেম্বর পর্যন্ত। এটা দুঃখজনক। এ বিষয়ে বাফুফে কিছুই করতে পারছে না।’ তার প্রশ্ন, একজন পেশাদারি ফুটবলার কিভাবে লিগের সময় নিজ ক্লাব রেখে অন্য দলের হয়ে খেলে।’ উল্লেখ্য, এই সময়ে আন্তঃবাহিনী ফুটবলে অংশ নেবেন রহমত, রায়হান ও সোহেলরা।
জাতীয় দলে খেলা জীবন, সোহেল, রয়েল, মেরাজ ও রায়হান এবার রহমতগঞ্জের জার্সিতে খেলবেন। কোচ কামাল বাবু এই দল নিয়ে আরো ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী। সাথে জীবন, সোহেল , রায়হানদের মুখেও এই সুর।


আরো সংবাদ



premium cement

সকল