২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার ইনজুরিতে তৌহিদ হৃদয়

-

সিরিজ যেমন টানা হারছে তেমনি দলে টপাটপ ইনজুরিতেও পড়ছে বাংলাদেশ ক্রিকেট শিবির। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। এমনকি টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। টাইগার এই অধিনায়ক এখনো চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ নাম তৌহিদ হৃদয়। নিজ শহর বগুড়ায় অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। বিসিবির এক নির্বাচক জানালেন, হৃদয়ের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় বোর্ড।
অ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‌্যাংকিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। এতে খুব একটা খুশি হননি। অবশ্য খুশি হওয়ার কথাও নয়। যেখানে দলের ভরাডুবি সেখানে ব্যক্তিগত অর্জনে আর কতটুকুই হ্যাপি থাকা যায় !
ইতোমধ্যে জ্যামাইকা পৌঁছেছে বাংলাদেশ দল। স্যাবাইনা পার্কে সিরিজের শেষ টেস্ট শুরু আগামীকাল। ক্রিস গেইলের জ্যামাইকায় খোদ মিরাজের ৫ উইকেট নেয়ার স্মৃতি আছে। সেই স্মৃতি থেকে অনুপ্রাণিত হতে পারে নখ-দন্তহীন টাইগাররা।


আরো সংবাদ



premium cement

সকল