সংক্ষিপ্ত নিউজ
- ২৯ নভেম্বর ২০২৪, ০০:০৫
কোচিংয়ে ফিরলেন ল্যাম্পার্ড
ক্রীড়া ডেস্ক
চেলসির ডাগআউটে তিন মেয়াদে ছিলেন তিনি। সবশেষ ২০২৩ সালের মে মাসে ইংলিশ ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব শেষ করেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দেড় বছরের বিরতির পর এবার চ্যাম্পিয়নশিপের ক্লাব কভেন্ট্রির প্রধান কোচের দায়িত্ব নিলেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।
সর্বকনিষ্ঠ ‘গোল্ডেন বয়’ ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
প্রতিনিয়ত চমক দেখিয়ে যাচ্ছেন বিস্ময়বালক খ্যাত লামিনে ইয়ামাল। ১৮ বছর বয়স পেরনোর আগে অর্জনের খাতা এক রকম ভারী করে ফেলেছেন এই স্প্যানিশ উঠতি তারকা। এবার তার প্রাপ্তির তালিকায় যোগ হলো সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ‘গোল্ডেন বয়’ জেতার রেকর্ড। প্রতি বছর এই পুরস্কার দেয়া ইতালির ক্রীড়াবিষয়ক সংবাদপত্র ‘তুত্তোস্পোর্ট’ ২০২৪ সালের সেরা হিসেবে গত পরশু নির্বাচিত করে ইয়ামালকে।
ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট
মুহাম্মদ হানিফ ভূঁইয়া নোয়াখালী অফিস
নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ের খেলা ১-১-এ শেষ হওয়ার পর টাইব্রেকারে শিবিরের চৌমুহনী সরকারি কলেজ শাখা ২-১ গোলে হারায় শিবির চাটখিল দক্ষিণ শাখাকে। উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আলাউদ্দিন। বিশেষ অতিথি নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
১৮ বছর পর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
কুমিল্লা প্রতিনিধি
১৮ বছর পর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। আজ সকাল ১০টায় টুর্নামেন্টটি শুরু হবে। খেলাটি টি-২০ ফরম্যাটে হবে। এতে অংশগ্রহণ করবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা।
৩১৯ রান নিউজিল্যান্ডের
ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে চোট কাটিয়ে ফিরেই দারুণ পারফর্ম করলেন নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসন। খেললেন ৯৩ রানের এক মূল্যবান ইনিংস। আর পেসারদের হয়ে যে মাঠের উইকেট কথা বলে, সেই উইকেটে আলো ছড়ালেন ইংলিশ স্পিনার শোয়েব বাশির। দিন শেষে এই অফ স্পিনার নিলেন চার উইকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন টেস্ট সিরিজের প্রথমটিতে প্রথম দিন শেষে ৩১৯ রান সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে গতকাল সবুজ উইকেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বল মাঠে গড়ানোর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ‘ক্রো-থর্প ট্রফি’।
৪২ রানে অলআউট শ্রীলঙ্কা
ক্রীড়া ডেস্ক
ডাববান টেস্টের দ্বিতীয় দিনে ৪২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ১৩.৫ ওভারে অলআউট হয়ে টেস্টে সর্বনিম্ন রানের ইতিহাসে ঢুকে পড়ল লঙ্কা। দেড় শ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৮৩ বলে অলআউট হয়ে রেকর্ডে জায়গা করে নিল ধনঞ্জয়া ডি সিলভার দল। এত কম রানে লঙ্কাকে গুটিয়ে দিতে দক্ষিণ আফ্রিকার হয়ে বড় অবদান রাখেন মার্কো জনসেন। ৪১ বলের স্পেলে তিনি লঙ্কান সাত ব্যাটারকে সাজঘরের পথ দেখান।
এর আগে ১৯১ রানে প্রথম ইনিংস শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে ১৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এখন পর্যন্ত ২৪৯ রানের লিড পেয়েছে টেম্বা বাভুমার দল।
টেস্টে এক ইনিংসে জনসেনের চেয়ে কম বল করে ৭ উইকেট নিতে পারেননি আর কেউ। মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৯০৪ সালে তার সমান ৪১ বলে ৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বল। তবে ট্রাম্বল ছিলেন অফ স্পিনার। এ ক্ষেত্রে প্রথম পেসার হিসেবে এই কীর্তি জনসেনের। আর টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে পাঁচটির বেশি উইকেট পেলেন তিনি। তার ১৩ রানে ৭ উইকেট দেশের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার কোনো পেসারের তৃতীয় সেরা বোলিং। আর এই শতাব্দীতে সেরা।
চট্টগ্রামে প্রথমবারের মতো হকি প্লেয়ার ড্রাফট
ক্রীড়া প্রতিবেদক
বিজয় কাপ হকি টুর্নামেন্টের দশম আসর শুরু ডিসেম্বর তৃতীয় সপ্তাহে। এবারের আয়োজনে ছয়টি দল যথাক্রমে বর্তমান চ্যাম্পিয়ন পদাতিক, কেপিডিএল স্পোর্টিং ক্লাব, এস এম ফ্লিট, তমাল চৌধুরী স্মৃতি একাদশ, জামাল উদ্দীন চৌধুরী স্মৃতি সঙ্ঘ, এ এফ নাইট রাইডার্স।
হকি দলের হার
ক্রীড়া প্রতিবেদক
জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দারুণ শুরু করেছিল। প্রথম মাচে ৩-১ গোলে ওমানকে হারালেও গতকাল দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে ৬-০ গোলে।
আগের অবস্থানেই বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
মালদ্বীপের বিপক্ষে দুই ফিফা প্রীতিম্যাচের একটিকে জয় বাংলাদেশের। লাল-সবুজরা দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখলেও প্রথম ম্যাচে বিজয়ের হাসি ছিল মালদ্বীপের। এতে হাভিয়ার কাবরেরা বাহিনীর র্যাংকিংয়ে উন্নতি হলেও মালদ্বীপ ঠিকই একধাপ এগিয়েছে। বাংলাদেশ ১৮৫তেই আছে। অন্য দিকে মালদ্বীপ একধাপ এগিয়ে ১৬২তে চলে এসেছে। বর্তমান র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে ফ্রান্স। ব্রাজিল আছে ৫ নম্বরে।
এনসিএলের ৩২ ম্যাচই সিলেটে
ক্রীড়া প্রতিবেদক
সাত বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো দল নিয়ে আগামী ১১-২৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজন করা হবে এনসিএল টি-২০ আসর। আট দলের লিগ পর্বের খেলা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আউটার মাঠে। প্লে অফের চার ম্যাচ হবে ঢাকার হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শুরুতে এমন পরিকল্পনাই ছিল আয়োজকদের। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন করে পরিকল্পনা সাজাতে হয়েছে সংশ্লিষ্টদের। এখন এনসিএল টি-২০র ম্যাচগুলো হবে সিলেট। সবমিলিয়ে ৩২টি ম্যাচই হবে সিলেটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা