২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মিরাজের

-

সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ২০১ রানে জিতে উইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ওয়ানডের মতো টেস্টেও হেরে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের যাত্রা শুরু হলো। এরপর তিনি জানালেন দ্রুত আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয়। আগামী ৩০ নভেম্বর জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ।
অধিনায়ক মিরাজের অভিমত, দল বেশ ভালো বোলিংই করেছে। তিনি বলেন, ‘আমরা বেশ ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেয়েছে। আমি মনে করি তাদের বেশ ভালো কিছু জুটি হয়েছে। বিশেষ করে তাদের সাত উইকেট হারানোর পরও ১৪০ রানের জুটি গড়েছে। আমার মনে হয় তখনই আমাদের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেছে।’
দুই ইনিংসেই ব্যাটিং নিয়ে ভুগেছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের পর থেকে এই ধারাটা বদলায়নি। তবে অধিনায়ক মিরাজ অত বড় পরিসরে ভাবছেন না, তিনি বড় করে দেখলেন সদ্যসমাপ্ত ম্যাচে দলের ভুলগুলোকে। ‘ইতিবাচক অনেক কিছু আছে। তবে আমরা এই ম্যাচে ভালো ব্যাট করিনি। আমরা বেশ কিছু ভুল করেছি।’
প্রথম ম্যাচে হেরে এখন সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কা জেগেছে বাংলাদেশ শিবিরে। এই সিরিজে হোয়াইটওয়াশ হলে টানা তিনবার হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বাংলাদেশ। এ থেকে রক্ষা পেতে সিরিজে ফিরে আসতে হবে। মিরাজ জানালেন, সেটাই করতে চায় তার দল। তিনি বলেন, ‘আমরা বেশ শক্তিশালী হয়ে ফিরে আসতে চাই। এটা একটা ভালো সুযোগ। আমরা জানি আমরা এই ম্যাচে কী ভুল করেছি। আমরা আরো উন্নতি করতে চাই। আমরা নিজেদের মধ্যে আলাপ করব। এরপর দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে চাই।’
ব্যাটিংয়ে বড় জুটি গড়তে ব্যর্থ হওয়াকে দায়ী করে মিরাজ বললেন, ‘এই টেস্ট ম্যাচটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। আর যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে খেলতে পারিনি। বোলাররা মনে করি খুবই ভালো বোলিং করেছে। কিছু কিছু জায়গায় যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, তাহলে এ ম্যাচটা আমাদের আরো ভালো হতো। যেমন আমাদের জুটিগুলো ওইরকম বড় হয়নি। ছোট ছোট জুটি হয়েছে, ৫০ রানের, ৩০-৪০ রানের জুটি হয়েছে, সেটি যদি ১০০-১২০ রানের জুটি হতো, তাহলে অন্য রকম দৃশ্য হতো।’ তিনি যোগ করেন, ‘পরের ম্যাচে আমাদের ভালো সুযোগ থাকবে। ছেলেরা জানে, এই ম্যাচে কোথায় ভুল করেছে তারা। আমাদের তাই অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভালো করা নিয়েই ভাবছি। নিজেদের মধ্যেও কথা বলা প্রয়োজন।’

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল