২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘আফসোস সবারই হয়েছে’

হতাশায় শূন্যে ব্যাট ছুড়ে মারলেন মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা শারমিন আক্তার সুপ্ত : নয়া দিগন্ত -

কী এমন হতো আর মাত্র চারটা রান হলে। এটা ব্যাটারদের আফসোস। অপর দিকে বোলারদের আনন্দ এই যে, ব্যাটারকে সেঞ্চুরি করতে দিলো না। একজন বোলারের সাফল্য এটি। বাংলাদেশের নারী ক্রিকেটে এমন সুখের কিংবা দুঃখের উদাহরণ খুব বেশি একটা নেই। ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দু’টি সেঞ্চুরি আছে। দু’টিই ফারজানা হক পিংকিংর। কিন্তু তার দু’টি সেঞ্চুরিই ছিল বেশ মন্থর। অথচ গতকাল শারমিন আক্তার সুপ্ত যেভাবে ইনিংসটাকে গড়েছিলেন, তাতে করে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিই হতে পারত। কিন্তু দুর্ভাগ্য! দারুণ একটি ইনিংসের সমাপ্তি ঘটে ৪৯তম ওভারে ৯৬ রানে আউট হলে। তার সেঞ্চুরি মিসে আক্ষেপ ঝরল স্পিনিং অলরাউন্ডার সুলতানা খাতুনের কণ্ঠেও।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে সেঞ্চুরি পেয়েছিলেন সুপ্ত। ওই ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত না হওয়ায় সেঞ্চুরির রেকর্ডবুকে নেই। থাকলে তিনিই হতেন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। দুর্ভাগ্য তার গতকাল চার রানের আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন।
এ দিকে সুপ্তর ইনিংস নিয়ে সতীর্থ সুলতানা ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘উনি যে ব্যাটিংটা করেছেন, অবশ্যই ভালো। দ্বিতীয়বার তাকে দেখলাম এত আক্রমণাত্মক ব্যাটিং করতে। তিনি চাইলে ভালো ব্যাটিং করতে পারেন। আরো বেশি ভালো হতো যদি সেঞ্চুরিটা পেতেন। এটা শুধু উনার একার আফসোস নয়- দলের সবার।’
বাংলাদেশের মূল দুর্বলতার জায়গা ব্যাটিং। বুধবার শুরুতে কিছুটা মন্থর ব্যাটিং করেছে দল। প্রথম পাওয়ার প্লেতে ৪৫টি ডট বল খেলেছে বাংলাদেশের দুই ওপেনার। বিশেষ করে ফারজানা সেøা ব্যাটিং করেছেন। হাফ সেঞ্চুরি পেলেও বল খেলেছেন ১১০টি। ফারজানার ব্যাটিং নিয়ে সুলতানার বক্তব্য, ‘না, আসলে ওয়ানডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে। উনি যখন নামছেন, পরিস্থিতি ছিল এক রকম। আর যখন একটা ওপেনার ব্যাটিং করে, নতুন বলে পরিস্থিতি ছিল এক রকম। উনি যেটা সহজে খেলতে পেরেছেন, হয়তো ওপেনাররা শাফলিং করে খেলতে পারেনি। উনি যে স্টার্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী তিনি আগামী ম্যাচে আরো ভালো করবেন।’
ঐতিহ্যগতভাবেই মিরপুরের উইকেটে বল কিছুটা নিচু হয়ে থাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য উইকেট বেশ ভালোই ছিল। ব্যাটাররা ভালো ব্যাটিং করেছেন, বোলারদের সুবিধাও ছিল বেশ। উইকেটের প্রশংসায় সুলতানা বলেন, ‘আজকের (গতকাল) উইকেট দেখে মনে হয়নি এটা সেøা অ্যান্ড লো উইকেট। ওরা যখন বল করছে, কিছু বল বুকের ওপর থেকে গেছে। যদি লো উইকেট থাকত সেটি থাকত হাঁটুর নিচে। দুয়েকটা বল নিচু হয়; কিন্তু উইকেট ভালো ছিল।’

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল