২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুমিল্লা ভেনু নিয়ে অনিশ্চয়তা

-

আগামীকাল মাঠে গড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই লিগের পাঁচ ভেনু। কিংস এরিনা, ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়াম, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম এবং ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়াম। ৩ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের। ফেডারেশন কাপের খেলা হবে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কিংস এরিনা এবং ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। তবে এখন কুমিল্লা ভেনু নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এই মাঠে ৩ ডিসেম্বর ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়নের খেলা হওয়া নিয়ে জন্ম দিয়েছে ঘোর অনিশ্চয়তা। হয়তো কুমিল্লার মাঠে আপাতত ফেডারেশন কাপের খেলা আয়োজনই করা যাবে না। সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচও। এই মাঠ এবার ঢাকা আবাহনী ও মোহামেডানের হোম ভেনু। ৬ ডিসেম্বর মোহামেডান ও বসুন্ধরা কিংসের ম্যাচ হওয়ার কথা এই মাঠে।
সারা দেশে চলছে জিয়া স্মৃতি ক্রিকেট। এই জিয়া স্মৃতি ক্রিকেটে আঞ্চলিক ফাইনাল খেলা ২৯ নভেম্বের এই কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে। ফলে ক্রিকেট ম্যাচের জন্য এখনও মাঠ থেকে পিচের মাটি তুলে ফেলা হয়নি। স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষ কোনোভাবেই ফাইনালের আগে ক্রিকেট পিচের মাটি তুলতে দেবে না। বাফুফে সূত্রে জানা গেছে তা। ফলে ৩ ডিসেম্বর এই মাঠে ফেডারেশন কাপ এবং ৬ ডিসেম্বর বিপিএলের খেলা শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ক্রিকেট পিচের মাটি তুলে সেখানে নতুন মাটি ফেলতে হবে। এরপর তাতে ঘাস গজিয়ে এই মাঠকে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল খেলার উপযোগী করতে বেশ সময় লাগবে। এখন বিকল্প হিসেবে অন্য কোনো মাঠে খেলা আয়োজন করা সম্ভব কি না- সেই চেষ্টা করা হচ্ছে। অন্য দিকে মুন্সীগঞ্জ স্টেডিয়ামের মাঠে ভারী ট্রাক চলার ফলে গর্তজনিত দাগ রয়েই গেছে।
এবারের বিপিএল ফুটবলের নতুন ভেনু গাজীপুর স্টেডিয়াম। এই মাঠ প্রিমিয়ারে নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলের হোম ভেনু। এই মাঠেও ক্রিকেটের পিচ ছিল। তবে এখন তা তুলে ফুটবল উপযোগী করা হয়েছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। ময়মনিসংহ স্টেডিয়াম এবার চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের হোম ভেনু। কিংস এরিনায় এবার বসুন্ধরা কিংসের সাথে হোম করেছে ফর্টিস এফসি।
বাফুফে সূত্রে জানা গেছে কিংস এরিনার মতো ময়মনসিংহ স্টেডিয়াম শুধুই ফুটবলের জন্য। সেখানে এখন লিগ চলছে। এই জেলার ক্রিকেটের ভেনু সার্কিট হাউজ মাঠ। ফলে ময়মনসিংহে মাঠ নিয়ে ক্রিকেট ও ফুটবলের মধ্যে কোনো সমস্যা হয় না।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল