মিয়ামির কোচ মাসকেরানো
- ক্রীড়া ডেস্ক
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৮
গুঞ্জনই সত্যি হলো। ইন্টার মিয়ামির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হাভিয়ার মাসকেরানো। গত সপ্তাহে সাবেক কোচ জেরার্ড টাটা মার্টিনোর হঠাৎ পতদ্যাগের পর মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির ডাগ আউট সামলানোর দায়িত্ব পেলেন লিওনেল মেসির সাবেক সতীর্থ। গত পরশু ক্লাবটি তাদের ওয়েবসাইটে মাসকেরানোকে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে। আর্জেন্টিানা ও বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় এক সাথে মাঠ মাতিয়েছেন মেসি ও মাসকেরানো। সাবেক সতীর্থের সাথে সম্পর্ক এখন রূপ নিলো গুরু-শিষ্যে। নতুন কোচ নির্বাচনের আগে আর্জেন্টাইন মহাতারকা মেসির কাছে পরামর্শ চেয়েছিল তার ক্লাব। ক্লাবের মধ্যমণি এই ফুটবলারের পছন্দের তালিকার শুরুতে ছিলেন সাবেক এই ডিফেন্ডার। আর্জেন্টিনা বয়সভিত্তিক দলের কোচের দায়িত্ব পালন করা ২০১৮ বিশ্বকাপ শেষে অবসর নেয়া মাসকেরানোর এটাই প্রথম ক্লাব পর্যায়ে কোচ হওয়া।
নতুন ক্লাবের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মাসকেরানো। মিয়ামির নতুন কোচ বলেন, ইটার মিয়ামির মতো ক্লাবের কোচিং করানো আমার জন্য অনেক সম্মানের। এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা