জিততে ভুলে গেছে বিপর্যস্ত সিটি
- ক্রীড়া ডেস্ক
- ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৭
টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের আশা দেখতে শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। শুষ্ক মরুভূমির তৃষ্ণার্ত কোনো প্রাণীর মতো একটি জয়ের খোঁজেই যে আছে ইংলিশ ক্লাবটি। অবিশ্বাস্য এই জয়খারা প্রায় কাটিয়েও উঠছিল তারা। তবে না, হলো না এবারও , ব্যর্থ পেপ গার্দিওলার দল। ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকা দলটির হঠাৎ কী যেন হলো। ম্যাচের বাকি সময়টায় একে একে তিন তিনটি গোল হজম করে বসে ম্যান সিটি। গত পরশু চ্যাম্পিয়নস লিগে ডাচ ক্লাব ফেইনর্ডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তীব্র হাতাশা নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি।
ফেইনর্ডের বিপক্ষে কী দারুণ শুরুটাই না পেয়েছিল স্বাগতিকরা। আলিং হল্যান্ড পেয়েছিলেন জোড়া গোল। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে তার গোলের পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনাকি গুন্দোয়ান। মিনিট তিনেক পরই দ্বিতীয় গোল করে ম্যাচের ব্যবধান ৩-০ করেন হল্যান্ড। কিন্তু ম্যাচের শেষ ১৫ মিনিট ইতিহাদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেয় প্রতিপক্ষ। স্বাগতিকদের রক্ষণভাগের শিশুসুলভ ভুলের সুযোগ লুফে নিয়ে সিটির জয় কেড়ে নেয় ফেইনর্ড। সবশেষ ছয় ম্যাচে সিটির জালে প্রতিপক্ষ বল পাঠিয়েছে ১৭ বার। ১৯৬৩ সালের পর এমন বিভীষিকাময় সময় অতিক্রম করছে ক্লাবটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা