২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এনসিএল চ্যাম্পিয়ন সিলেটের খেলোয়াড়-কর্মকর্তাদের উল্লাস : বিসিবি

এনসিএল চ্যাম্পিয়ন সিলেটের খেলোয়াড়-কর্মকর্তাদের উল্লাস : বিসিবি -

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথমবারের মতো শিরোপা জিতল সিলেট বিভাগ। ষষ্ঠ ম্যাচে এ নিয়ে চতুর্থ জয় পেল সিলেট। দলটির পয়েন্ট ৩৭। এখন পর্যন্ত সিলেটের পরে ঢাকা বিভাগের পয়েন্ট ২৪, খুলনা বিভাগের ২২। ১৯৯৯-২০০০ থেকে শুরু হওয়া এনসিএলে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে খুলনা ও ঢাকা বিভাগ। তবে খুলনা ১৭, ১৮, ১৯ তম আসরে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেয়েছে। রাজশাহীও শিরোপা দিয়েছে ছয়বার। তারাও ১০, ১১, ১২ ও ১৩ তম আসরে টানা চারবার শিরোপা জিতে। এ রেকর্ড কারো নেই। রংপুর জিতেছে দু’বার। সিলেটের আগে একটি করে শিরোপা জিতেছিল চট্টগ্রাম (১৯৯৯-২০০০) ও বাংলাদেশ বিমান (২০০০-২০০১)।
জয়ের জন্য লক্ষ্য ছিল ১০৫ রান, হাতে ছিল দশ উইকেট। প্রত্যাশিত সেই জয় পেতে খানিকটা দেরি করতে হয়েছে সিলেট বিভাগকে। শেষ পর্যন্ত অমিত হাসানের অপরাজিত ইনিংস এবং নাসুম আহমেদের ব্যাটে বরিশাল বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে দলটি। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই শিরোপার দেখা পেয়েছে সিলেট বিভাগ।

আগের দিনই বরিশালকে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের অলআউট করে ম্যাচ জিততে ১০৫ রানের লক্ষ্য পায় সিলেট। ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় সিলেট। সেখান থেকে নাসুম আহমেদকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে দলের রান ১০৪-এ নিয়ে যান অধিনায়ক অমিত হাসান। বিস্ময়করভাবে তখন আরো দু’টি উইকেট হারায় সিলেট। অথচ লাগত মাত্র এক রান। তিন বলের ব্যবধানে ফিরে যান নাসুম। তার ব্যাটে আসে ৫২ বলে ৪৪ রানের ইনিংস। আসাদুল্লাহ আল গালিবও ফিরেন শূন্য হাতে। পরের ওভারে এক রান নিয়ে সিলেটকে চ্যাম্পিয়নের স্বাদ দেন অমিত (১৮*)।
সিলেটকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় রাখতে পারত রংপুর বিভাগ। কক্সবাজারে ঢাকা মেট্রোর বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি। রংপুর যদি মেট্রোকে হারাতে পারত তাহলে আর একটি ম্যাচ অপেক্ষা করতে হতো সিলেটকে।
সিলেটের কোচ রাজিন সালেহ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘শিরোপার স্বাদ অন্যরকম সবসময়, সেটা যেখানেই হোক। এটা একটা বড় সফলতা। ২৩-২৪ বছর পর ইতিহাসে প্রথমবারের মতো সিলেট চ্যাম্পিয়ন হলো, এটা আমার জন্য একটা বড় পাওয়া। ক্রিকেটার হিসেবে পারিনি তবে কোচ হিসেবে পারলাম। এটা অন্যরকম তৃপ্তি। তবে সব ক্রেডিট ক্রিকেটারদের, তারাই মাঠে খেলেছে।’


আরো সংবাদ



premium cement