২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেরা বোলিং করে ব্যাটারদের দুষলেন তাসকিন

-

ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বল করে ১ মেডেনসহ ৬৪ রানে ৬ উইকেট নিয়েছেন তাসকিন। টেস্টে এটা তার প্রথম পাঁচ বা ততোধিক উইকেট শিকার। তার আগের সেরা ছিল ৩৭ রানে ৪ উইকেট। ১৬তম টেস্টে তার উইকেট সংখ্যা ৪২। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৫২ রানে। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়ছে ৩৩৪ রানের। এত বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশী ব্যাটাররা সেই পুরনো কায়দায় আত্মহত্যার মিছিলে যোগ দিয়েছিলেন।
আউট হওয়া সাত ব্যাটারের মধ্যে চারজন দুই অঙ্কেই যেতে পারেননি। এ ছাড়া মুমিনুল হক ১১, লিটন দাস ২২ এবং অধিনায়ক মেহেদি মিরাজ করেন ৪৬ বলে ৫ চার ১ ছক্কায় ৪৫ রান। দিনশেষে ১৫ রানে অপরাজিত ছিলেন জাকের আলী। তার সাথে হাসান মাহমুদ। ৩টি করে উইকেট নিয়েছেন কেমার রোচ আর জেইডেন সিলস। এ অবস্থায় গতকাল খেলা শুরু করে বাংলাদেশ বেশিক্ষণ টিকতে পারেনি।
দিনের খেলা শেষে ব্যাটিং নিয়ে সমালোচনাই করলেন তাসকিন, ‘এটা দুর্ভাগ্যজনক। ব্যাটিং ইউনিটের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করেছিলাম। তবে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বোলিংও করেছে। আশা করি, পরের বার দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব আমরা।’
মধ্যাহ্ন বিরতির আগেই তাসকিন দুটো উইকেট নেন। কেভম হজ আর আলিক অ্যাথানজের জুটিটা ভাঙেন তাসকিন, হজকে বাধ্য করেন লিটনের হাতে ক্যাচ দিতে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে মাত্র ২ রানে বোল্ড করেন। আগের ইনিংসে প্রতিরোধ গড়া রোচও ১২ রানে তার শিকার।
দুর্দান্ত বোলিংয়ের পর ফেসবুকে আবেগঘন একটি পোস্ট করেছেন তাসকিনের স্ত্রী সাইয়েদা নাঈমা রাবেয়া। আগে ব্যাট করার সময় সে মাথায় আঘাত পেয়েছিল। যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে!’

 


আরো সংবাদ



premium cement