২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জলসিঁড়ি হাফ ম্যারাথন শনিবার

-

জলসিঁড়ি আবাসন প্রকল্পে আগামী ৩০ নভেম্বর শনিবার হতে যাচ্ছে জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন। ম্যারাথনের আন্তর্জাতিক সংস্থা স্বীকৃত এ হাফ ম্যারাথনে প্রতিযোগীরা ২১.০৯ কিলোমিটার দৌড়াবেন। হাতে গোনা কয়েকজন বিদেশী আসার কথা রয়েছে, তাও তাদের শিডিউল খালি থাকলে। ২৫ ক্যাটাগরিতে টোটাল প্রাইজমানি ৫ লাখ বলে বিদেশীদের আগ্রহ কম থাকতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রফেশনাল এবং সাধারণ দু’টি ক্যাটাগরিতে হবে এ ম্যারাথন। সাধারণের মাঝে দু’টি গ্রুপ। ১৮-৪৯ বছর ও ৫০ বছরের উপরে একটি গ্রুপ। রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১৪০০ ও ১৫০০ টাকা।
গতকাল একটি সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার সৌন্দর্য এবং চমৎকার ট্র্যাক দেশের সৌখিন এবং প্রফেশনাল দৌড়বিদদের কাছে তুলে ধরতে এবং তরুণদের মাদকাসক্তি এবং মহিলাদের স্তন ক্যান্সার প্রতিহত করতে এ ইভেন্ট আয়োজিত হচ্ছে।

 

 


আরো সংবাদ



premium cement