২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের রেকর্ড গড়া জয়

-

ভারতের জয় অনেকটা অনুমেয়ই ছিল। দেখার ছিল জয়ের ব্যবধানটা কত হয়। গতকাল বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে রেকর্ড গড়েই জিতেছে জাসপ্রীত বুমরাহ-বিরাট কোহলিরা। সফরকারীদের দেয়া ৫৩৪ রানের পর্বতসম লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের তৃতীয় সেশনে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২৩৮ রানে। অসিদের গুঁড়িয়ে ভারত পায় ২৯৫ রানের বিশাল জয়। রান বিবেচনায় প্যাট কামিন্সদের দেশে ভারতের সবচেয়ে বড় জয় এটি।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়া সফরে যায় ভারত, দলের নিয়মিত একাধিক সদস্যের চোটের কারণে অনেক ক্রিকেটবোদ্ধারা অসিদেরই জয় দেখছিল। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় প্রবল চাপেও ছিল ভারত। সেখান থেকেই দলটি দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় তুলে নেয়।
তিন উইকেট হারিয়ে ১২ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার হয়ে যা একটু লড়েছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। মিডল অর্ডারের ব্যাটারদের সৌজন্যে হারের ব্যবধান কমিয়ে আনে তারা। বুমরাহ-মোহাম্মদ সিরাজদের আক্রমণাত্মক বোলিংয়ের জবাবে পাল্টা আক্রমণের পথ বেছে নিয়ে হেড। বুমরাহর বলে রিশভ পান্তের তালুবন্দী হওয়ার আগে ১০১ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। মিচেল মার্শ করেন করেন ৪৭ রান। শেষদিকে ৩৬ রান করা অ্যালেক্স ক্যারি শুধু ভারতের জয় বিলম্ব করেছে।
বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করা বুমরাহ হন ম্যাচসেরা। আরেক পেসার সিরাজ তিন উইকেট নিয়ে অসিদের ব্যাটিং লাইন-আপে ধস নামাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথম ইনিংসের চাপ থেকে ঘুরে দাঁড়ানোর কথা শোনা গেল বুমরাহর মুখে। ম্যাচ শেষে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সাথে দ্বিতীয় ইনিংসে ব্যাটররাই মূলত জয়ের ভিতটা গড়ে দেন। জশস্বী জয়সওয়ালের ১৬১ রানের ইনিংসের সাথে বছরখানেক পর সেঞ্চুরির দেখা পাওয়া বিরাট কোহলির ব্যাটে চড়ে স্বাগতিকদের রান বন্যায় ভাসিয়ে দেয় ভারত।
অন্য দিকে ঘরের মাঠে হার দিয়ে সিরিজ শুরু করে হতাশ প্যাট কামিন্স। অসি অধিনায়ক বলেন, প্রস্তুতি ভালোই ছিল, অনেক কিছুই পরিকল্পনা মতো হয়নি।
প্রত্যবর্তনের এই জয়ে কিছু রেকর্ড বইয়ের পাতাও ওলট-পালট করে দেয় ভারত। দ্বিতীয় এশিয়ান হিসেবে পার্থে টেস্ট জয়ের স্বাদ পান অধিনায়ক বুমরাহ। এর আগে ২০০৮ সালে অনিল কুম্বলের অধীনে এই ভেনুতে টেস্ট জিতেছিল ভারত। ভারতের এই জয় এশিয়ার বাইরে রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৯ সালে ৩১৮ রানের জয় এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় ব্যবধানে পাওয়া জয়। আর অসিদের বিপক্ষে ঘরে-বাইরে মিলিয়ে দ্বিতীয় বড় জয় এটি। ২০০৮ সালে মোহালিতে ৩২০ রানের জয় এখনো সেরা। আর কিংবদন্তি শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রাদের দেশে এই জয় সেরা। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্নে ২২২ রানে অস্ট্রেলিয়াকে হারায় ভারত।

 


আরো সংবাদ



premium cement