লিভারপুলের প্রস্তাব না পেয়ে হতাশ সালাহ
- ক্রীড়া ডেস্ক
- ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৮
লিভারপুলের তৃতীয় ফুটবলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে ১০০ গোল করলেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু জোড়া গোল করা মিসরীয় ফরোয়ার্ডের রেকর্ডগড়া রাতে সাউদাম্পটনকে ৩-২ ব্যবধানে হারাল আর্না সøটের দল। অল রেডদের হয়ে এর আগে এই রেকর্ডে নাম লিখিয়েছেন ইয়ান রাশ ও রজার হান্ট।
চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলে ১২টি গোল ও ১০টি অ্যাসিস্ট করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন সালাহ। ২০১৭ সালে এএস রোমা থেকে প্রিমিয়ারের এই ক্লাবে যোগ দেয়ার পর ৩৬৭ ম্যাচে ২২৩ গোল করেছেন সালাহ। তার ঝলমলে ফর্ম অ্যানফিল্ডের দলটির নতুন কোচ আর্না সøটের অধীনে ২০২৪-২৫ মৌসুমে একটি দুর্দান্ত শুরু করতে সাহায্য করেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগামীকাল রাতে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামছে অল রেডরা। তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট শীর্ষে রয়েছে লিভারপুল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে হতাশা প্রকাশ করেছেন মিশরীয় ফরোয়ার্ড।
৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুম শেষে একজন ফ্রি এজেন্ট হতে চলেছেন। তিনি বলেছেন, লিভারপুল থেকে চুক্তির প্রস্তাব না পেয়ে ‘হতাশ’ তিনি। এই ম্যাচকে সামনে রেখে এমন মন্তব্য করেন মিসরীয় এই ফরোয়ার্ড।
সাউদাম্পটনে জয়ের পর সালাহ বলেন, ‘আমরা প্রায় ডিসেম্বরে চলে এসেছি। আমি এখনো ক্লাবে থাকার কোনো প্রস্তাব পাইনি। আমি সম্ভবত ভেতরের চেয়ে বেশি বাইরে আছি। আপনি জানেন যে, আমি অনেক বছর ধরে ক্লাবে রয়েছি। এ রকম কোনো ক্লাব নেই। কিন্তু শেষ পর্যন্ত, এটা আমার হাতে নেই। আমি আগেই বলেছি, এটি ডিসেম্বর এবং আমি এখনো আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই পাইনি।’
লিভারপুল থেকে কোনো প্রস্তাব না পেয়ে সালাহ বলেন, ‘অবশ্যই, হ্যাঁ আমি হতাশ। আমি ভক্তদের ভালোবাসি। ভক্তরা আমাকে ভালোবাসে। শেষ পর্যন্ত, এটা আমার বা ভক্তদের হাতে নয়। আমি শিগগিরই অবসর নিতে যাচ্ছি না, তাই আমি শুধু খেলছি। মৌসুমের দিকে মনোনিবেশ করছি এবং আমি প্রিমিয়ার লিগ জেতার চেষ্টা করছি। আশা করছি চ্যাম্পিয়ন্স লিগও।
চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে ইউরোপের শীর্ষে পাঁচ লিগের সেরা ক্লাব এসি মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, বায়ার লেভারকুজেন, আটলান্তা ও আর্সেনাল। মিলানের প্রতিপক্ষ সেøাভান ব্রাতিসøাভা, অ্যাথলেটিকো মোকাবেলা করবে স্পার্তা প্রাহাকে, ম্যানসিটি আতিথেয়তা দেবে ফেইনুর্ডকে, বার্সেলোনার প্রতিপক্ষ লিগ ওয়ানের ক্লাব ব্রেস্ট, বুন্দেসলিগার সফলতম ক্লাব বায়ার্নের প্রতিপক্ষ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি, ইন্টারকে মোকাবেলা করবে আরবি লিপজিগ, সালসবার্গ খেলবে লেভারকুজেনের মাঠে, আর্সেনালের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব স্পোর্টিং।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা