২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রহমতগঞ্জের ভালো রেজাল্ট ও জাতীয় দল

জীবন, সোহেল, রায়হানদের টার্গেট
জাতীয় দল থেকে বাদ পড়া জীবন, সোহেল, মেরাজ অপি, রায়হান ও মেহেদী রয়েলরা এবার রহমতগঞ্জের শক্তি -

অন্য দিনের মতোই ক্লাব মাঠে জমায়েত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা। ঢাকার কয়েক ক্লাবের যে নিজস্ব মাঠ আছে তার মধ্যে পুরান ঢাকার দলটি অন্যতম। গত লিগে কোনোমতে রেলিগেশন এড়িয়েছে রহমতগঞ্জ। তবে এবার কোচ কামাল বাবুর মতো দলের কর্মকর্তারাও দারুণ আশাবাদী দলকে নিয়ে। কারণ ক্লাব ইতিহাসে অতীতে তারা কখনো জাতীয় দলে খেলা এত ফুটবলারকে একত্রে পায়নি। যা এবার তাদের ভাগ্যে জুটেছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে দুই ক্লাব লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র দল না গড়ায়। সাথে আর্থিক সঙ্কটে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী বেকাদায় পড়ায়। তাই জাতীয় দলে খেলা নাবিব নেওয়াজ জীবন, শহীদুল আলম সোহেল, মেরাজ হোসেন অপি, মেহেদী হাসান রয়েল এবং রায়হার হাসানরা এবার যোগ দিয়েছেন রহমতগঞ্জে। রায়হার গত লিগে চট্টগ্রাম আবাহনীতে খেললেও অন্যরা ছিলেন ঢাকা আবাহনীতে। এখন জীবন, সোহেল, রায়হানদের লক্ষ্য রহমতগঞ্জকে লিগে ভালো অবস্থানে নিয়ে নিজেরা ফের জাতীয় দলে জায়গা করে নেয়া।
হাভিয়ার কাবরেরা বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর কপাল পোড়ে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের। ২০২২ সালে সিলেটের মাঠে সর্বশেষ মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে খেলার পর আর লাল-সবুজ জার্সি গায়ে তোলা হয়নি তার। ২০১৫ সালে প্রথম জাতীয় দলে খেলা এই ফুটবলার জানান, ‘এবারতো পরিস্থিতির কারণেই আমাকে রহমতগঞ্জে আসতে হয়েছে। আমরা এবার এই ক্লাবে এসেছি ভালো একটা রেজাল্টের জন্য। যদি আমরা ভালো করতে পারি তাহলে অবশ্যই আমাদের জাতীয় দলে ডাকা হবে। দলকে ভালো অবস্থানে নেয়া এবং বাংলাদেশ ফেরাটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ।’ লম্বা সময় ধরে আবাহনীতে খেলা জীবন এর আগে ছিলেন বিজেএমসি ও উত্তর বারিধারায়।

ঢাকা আবাহনীর ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল। মাঝে এক বছর শেখ জামালে খেলা ছাড়া বাকি ১৬ বছর ছিলেন আবাহনীতে। ২০১১ সালের সাফে বাংলাদেশ দলে খেলা এই ফুটবলার গত বছরও জাতীয় দলে ছিলেন। তার মতে, আমরা যারা এবার রহমতগঞ্জে নতুন এসেছি তাদের জন্য চ্যালেঞ্জ দলকে ভালো একটা রেজাল্ট দেয়া। সবাই ব্যক্তিগতভাবে দারুণ খেললে ক্লাব রেজাল্ট পাবে। যেহেতু পরিস্থিতির কারণে এই ক্লাবে এসেছি তাই এখানে পারফর্ম করেই ফের বড় দলে ফিরতে চাই। ব্যক্তিগতভাবে আমিও চাই রহমতগঞ্জে ভালো করে আবার জাতীয় দলে ঢোকার।
বেলালের পর ক্লাব ফুটবলে লম্বা থ্রোর জন্য বিখ্যাত রায়হান হাসান। এই রাইটব্যাক জানান, এবার রহমতগঞ্জের লোকাল খেলোয়াড় সংগ্রহটা বেশ ভালো। সোজা কথা চ্যালেঞ্জিং টিম। আমরা এই ক্লাবে সম্মানজনক ফল দিতে চাই। সে সাথে আমার টার্গেট আবার জাতীয় দলে আবার চান্স পাওয়া।’ ২০১২ সালে জাতীয় দলে খেলা এই ফুটবলার ২০২২ সালে সর্বশেষ লাল-সবুজ জার্সিতে প্রতিনিধিত্ব করেন। চট্টগ্রাম আবাহনীর আগে ঢাকা আবাহনী এবং শেখ জামালে খেলেছিলেন এই ডিফেন্ডার।
২০২২ সালে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলে ডাক পান মেরাজ হোসেন অপি। খেলেছিলেন একটি ম্যাচ। এরপর আর ডাক পাননি। ঢাকা আবাহনীর আগে বিকেএসপির এই মিডফিল্ডার সাইফ স্পোর্টিংয়ে ছিলেন। জানান, রহমতগঞ্জ অনেক আশা করেই আমাদের নিয়েছে। অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচে যা দেখলাম তাতে আমরা এবার ভালো করব। আমিও স্বপ্ন দেখি ফের জাতীয় দলে খেলার।
২০২১ সালে নেপালের তিন জাতি ফুটবলে বাংলাদেশের জার্সি গায়ে তোলা হয় স্ট্রাইকার মেহেদী হাসান রয়েলের। তিনটি ম্যাচেই খেলেন তিনি। এরপর আর কোনো কোচ তাকে জাতীয় দলে ডাকেননি। এবার রহমতগঞ্জ যেন রয়েলের জন্য হয়ে গেছে বড় প্রেরণা। জানান, আমি ছোট ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র থেকেই জাতীয় দলে ডাক পেয়েছি। তাই এবার রহমতগঞ্জে ভালো কিছু দিয়েই ফের জাতীয় দলে আত্মবিশ্বাস আছে।’ আবাহনীতে তিন সিজনে ৯ গোল করা রয়েল এর আগে বিজেএমসিতে ছিলেন।

 


আরো সংবাদ



premium cement