ছিটকে গেলেন ভিনিসিয়াস
- ক্রীড়া ডেস্ক
- ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৪
চ্যাম্পিয়ন লিগে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ক্লাবটির আক্রমণভাগের নেতৃত্ব দেয়া ভিনিসিয়াস জুনিয়র হ্যামস্টিংয়ের চোটে পড়েছেন। বাঁ উরুর পেশিতে পাওয়া এই চোটের কারণে অন্তত এক মাস মাঠের বাইতে থাকতে হবে ব্রাজিলিয়ার তারকা ফুটবলারকে। লা লিগায় লেগানেসের ৩-০ গোলে জয়ের ম্যাচ শেষে এ দুঃসংবাদ।
পুরো সময়টা ঠিকঠাকই খেলেছিলেন ভিনিসিয়াস। তবে ড্রেসিংরুমে ফেরার পর অস্বত্বির কথা জানান তিনি। গতকাল পরীক্ষা-নিরীক্ষার পর স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি তার হ্যামেস্টিংয়ের চোটের বিষয়টি নিশ্চিত করে। চলতি বছরের শেষ অংশে এই ফরোয়ার্ডকে পাওয়ার আশার করছে তারা। আগামীকাল চ্যাম্পিয়ন লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কাসরা। চলতি মৌসুমে নতুন সংস্করণের এই টুর্নামেন্টে চেনা ছন্দে নেই রিয়াল। ঘরোয়া লিগের সাথে চ্যাম্পিয়ন লিগেও পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে নিজেদের সেরা ফুটবলারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ কার্লো আনচলত্তিকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা