২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাজে সময় কেটে যাবে : গার্দিওলা

-

সবার জীবনেই এমন একটা সময় আসে যখন কোনো কিছুই পরিকল্পনা মতো হতে চায় না। তবে সেই ঘোর অমানিসার রাত থেকেও একপর্যায়ে মুক্তি মেলে। ম্যানচেস্টার সিটির চলছে তেমনই কঠিন সময়। একের পর এক ম্যাচ হারে বিপর্যস্ত দলটি আজ চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে। ডাচ ক্লাব ফেইনর্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা শোনালেন আশার কথা। সিটি কোচের বিশ্বাস দ্রুতই চেনা ছন্দে ফিরবে ইতিহাদের ক্লাবটি। গার্দিওলা বলেন, চেষ্টা করছি দ্রুতই এই অবস্থার পরিবর্তন করা। এই মুহূর্তে দলের মধ্যে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের অনেক খেলোয়াড়ই আছে যারা চোট ভুগছে। এটি গুরুত্বহীন (পরিবর্তনের বিষয়ে)। আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের সরাসরি মূল নীতিতে যেতে হবে, সেটা হচ্ছে অন্য যেকোনো সময় থেকে কম পরিবর্তন আনা। চোট ভাগ্য মেনে নিয়েই শিষ্যদের মানিয়ে নেয়ার কথা বলেন তিনি।
চোটে দীর্ঘ সময় মাঠে বাইরে থাকার পর দলে ফিরেছেন কেভিন ডি ব্রুইনা। মাঝেমধ্যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মতো অসাধারণ পারফর্ম করা এই বেলজিয়াম মিডফিল্ডার ফেরা কিছুটা স্বস্তি দিচ্ছে গার্দিওলাকে। ডি ব্রুইনার ছন্দে ফেরা নিয়ে এই স্প্যানিশ কোচ বলেন, সে তার সেরাটা ফিরে পেতে লড়াই করে যাচ্ছে। আর সে যখন পুরোদস্তুর ট্রেনিংয়ে ফিরবে, সে অবশ্যই দলকে দারুণ কিছু দেবে কারণ সে অনন্য একজন ফুটবলার।

 


আরো সংবাদ



premium cement