চট্টগ্রামের দরকার ৮৬ রান খুলনার ৩ উইকেট
- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৪
জাতীয় ক্রিকেট লিগে শেষ দিনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় চট্টগ্রাম ও খুলনা বিভাগ। চট্টগ্রামের জিততে প্রয়োজন ৮৬ রান। অন্য দিকে খুলনার প্রয়োজন তিন উইকেট। পরিস্থিতি বিবেচনায় এগিয়ে খুলনা।
সিলেট অ্যাকাডেমি মাঠে চট্টগ্রামের স্পিনার নাঈম হাসানের বোলিংয়ে ২০৪ রানে অলআউট হয়েছে খুলনা বিভাগ। ব্যাকফুটে থাকা দলকে ম্যাচে ফিরিয়েছেন খুলনার পেসার মেহেদী হাসান রানা। তার দারুণ বোলিংয়ে চট্টগ্রাম ২২০ রানে অলআউট হয়েছে। ১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুলনা এক উইকেটে দ্বিতীয় দিন শেষ করেছিল ৫৬ রানে। তৃতীয় দিন অবশ্য বাকি ৯ উইকেট নিয়ে করতে পেরেছে ১৬৩ রান। সবমিলিয়ে খুলনার সংগ্রহ ২১৯। সর্বোচ্চ ৭৫ রান করেন এনামুল হক বিজয়।
শেষ সেশনে ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রাম আল আমিন হোসেনের বোলিং তোপে পড়ে ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান। জয় থেকে এখনো ৮৬ রান দূরে আছে চট্টগ্রাম। খুলনার আল আমিন ৪টি উইকেট নেন।
১৪২ রানে অলআউট বরিশাল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে বরিশালের দেয়া ৩০৪ রানের জবাবে স্বাগতিক সিলেট ৬ উইকেটে ২১৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল। তৃতীয় দিন সিলেট শেষ পর্যন্ত ৩৪২ রানে থেমেছে। তাতে ৩৮ রানের লিড পায় স্বাগতিকরা। বরিশাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলার খালেদ আহমেদ ও তোফায়েল আহমেদের দাপটে ১৪২ রানে অলআউট হয়। পেসার খালেদ সর্বোচ্চ চারটি উইকটে নেন।
২২২ রানে পিছিয়ে রংপুর
কক্সবাজার অ্যাকাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখের ক্যারিয়ার সেরা ১৮০ রানের কল্যাণে ৪৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা মেট্রো। জবাবে রংপুর ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৩ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা