২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিন ওয়ানডেতেই জিততে চান মারুফা

মারুফা আক্তারকে সুইংয়ের টেকনিক শিখাচ্ছেন পেস বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু : বিসিবি -


ঘরের মাঠে মেয়েদের গুরুত্বপূর্ণ সিরিজ। আগামী বুধবার ২৭ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সিরিজ শেষে তিনটি টি-২০ ম্যাচের সিরিজেও খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ওয়ানডে সিরিজকে সামনে রেখে দুই দলই প্রস্তুতিতে ব্যস্ত। ক্লোজড ডোর অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি অ্যাকাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারী আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে।
গতকাল সকালে পূর্বনির্ধারিত অনুশীলন বাতিল করে হোটেলেই সময় কাটিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। তবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দুপুরে প্রস্তুতি শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের তরুণ পেসার মারুফা আক্তার। প্রস্তুতি ও সিরিজের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। আমরা চেষ্টা করব সিরিজের তিনটি ম্যাচই জেতার। সামনে যেহেতু বিশ্বকাপ আছে, তাই এই সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’
বাংলাদেশ নারী দল এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ খেলেছে। কিন্তু উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। ২০২৪ সালে টানা চারটি ম্যাচে হারের ধারা তাদের চাপে রেখেছে। বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে এই সিরিজের তিনটি ম্যাচই জিততে হবে। সামনে আয়ারল্যান্ড সিরিজ। বিশ্বকাপ সরাসরি খেলতে হলে এই সিরিজের তিনটি ম্যাচই জিততে হবে। এ নিয়ে অবশ্য আশাবাদী মারুফা, ‘আমরা অনেক চেষ্টা করছি, অনেক পরিশ্রম করছি। চেষ্টা করতে করতে এক দিন সফল হবোই।’

আয়ারল্যান্ডের নারী ক্রিকেটাররা অভিজ্ঞতা ও দক্ষতার দিক থেকে বাংলাদেশের থেকেও উপরে। তাদের দলের অনেক ক্রিকেটারই নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলে। তবে সেটাকে বড় হুমকি বলে মনে করছেন না মারুফা। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ ভালো খেলেছি। যদিও আমি ব্যক্তিগতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলিনি, তবে নতুন অভিজ্ঞতা হিসেবে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
বাংলাদেশে সিরিজ খেলতে এসে মারুফার বেশ প্রশংসা করেছিলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। মারুফা জানালেন, ‘বাহিরের খেলোয়াড় যখন আমার নাম বলে তখন ভালো লাগে।’
নারীদের বিগ ব্যাশে নিজের সুযোগ নিয়ে মারুফা বলেন, ‘সবার মতো আমারো স্বপ্ন আছে। আমার পারফরম্যান্স এখনো আপ এন্ড ডাউন। পারফরম্যান্স ভালো করতে পারলে অবশ্যই খেলব।’
২০ বছর বয়সী পেসার মারুফার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল চমক জাগিয়ে। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকেই নিজের সহজাত বোলিং ও বৈচিত্র্য দিয়ে নজর কেড়েছিলেন। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স গড়পড়তা হলেও ভালো করার জন্য নিয়মিত পরিশ্রম করছেন বলে জানান। মারুফার মতে, ‘আমি চেষ্টা করছি। তবে কিভাবে চেষ্টা করছি সেটা আমার ব্যক্তিগত। সিরিজে আমার ব্যক্তিগত লক্ষ্য সিক্রেট থাকে, সব সময় সিক্রেটই থাকবে।’

 


আরো সংবাদ



premium cement