ব্র্যাডম্যানকে টপকালেন কোহলি
- ক্রীড়া ডেস্ক
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ঘরের মাঠে এমন অসহায় অস্ট্রেলিয়াকে খুব কমই দেখা যায়। ভারতের দুর্দান্ত ক্রিকেটের বিপরীতে যেন কোনো জবাব খুঁজে পাচ্ছে না স্বাগতিকরা। পার্থ টেস্টে ব্যাটে-বলে ধুঁকতে থাকা অসিদের নাস্তানাবুদ করে তৃতীয় দিনটি পুরোদস্তুর নিজেদের করে নেয় সফরকারীরা। প্রথমে ইনিংসে ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে প্যাট কামিন্সদের রানের চাপায় পিষ্ট করেছে জাসপ্রিত বুমরাহর দল। যশস্বী জয়সওয়ালের ১৬১ রানের অনবদ্য ইনিংসের পর বিরাট কোহলির ৮১তম শতকে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় ভারত। দিনের শেষ অংশে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অসিরা। জয়ের জন্য তাদের দরকার ৫২২ রান। এখনো পুরো দুই দিন পড়ে থাকা এই টেস্টে জিততে হলে অলৌকিক কিছুই করতে হবে তাদের। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসেই যে ৫০০ রান তাড়া করে জেতার নজির নেই।
১৩৪ ওভার ফিল্ডিং করার পর শেষ বেলায় ব্যাটিং করা খানিকটা কঠিনই বটে। প্রতিপক্ষে দলে যদি বুমরাহর মতো পেসার থাকে তবে কাজটি হয়ে যায় আরো ‘কঠিনতর’। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা বুমরাহ প্রথম ওভারেই তুলে নেন নাথান ম্যাকসুয়েনিকে। পরের ওভারে মোহাম্মদ সিরাজের শিকার ‘নাইট ওয়াচম্যান’ প্যাট কামিন্স। দলকে ঘোর বিপদে ফেলে ৪.২ ওভারে বুমরাহর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন মার্নাস লাবুশেন।
দিনের শেষ অংশের মতো শুরুটাও ছিল ভারতের। ৯০ রানে দিন শুরু করা জয়সওয়াল সেঞ্চুরি দেখা পেলেও আরেক ওপেনার লোকেশ রাহুল ফেরেন ৭৭ রান করে। দুই উদ্বোধনী ব্যাটারের ২০১ রানের জুটি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ। দলীয় ৩১৩ রানে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক পাওয়া জয়সওয়াল ফেরেন মিচেল মার্শের বলে ক্যাচ আউট হয়ে। এর আগে জশ হ্যাজেলউডের বলে আউট হওয়ার আগে ২৫ রান করেন দেবদূত পাড্ডিকাল।
ভারতকে রান পাহাড়ে তুলতে বাকি পথ দেখান ৩৬৯ দিন পর সেঞ্চুরির স্বাদ পাওয়া বিরাট কোহলি। মাঝের সময়টায় তিন অঙ্কের দেখা না পাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়া এই ব্যাটার টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার হিসেবে খ্যাত স্যার ডোনাল্ড ব্রাডম্যানকে। এত দিন ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে ২৯ সেঞ্চুরি করে এই কিংবদন্তির পাশে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ ইনিংসে ৭ সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ডেও নাম লেখান ৩৬ বছর বয়সী এই ব্যাটার। ভারতীয় ব্যাটার হিসেবে অসিদের দেশে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচিন টেন্ডুলকারকে টপকে গেলেন তিনি। কোহলির শতকের পরই ৬ উইকেট ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বুমরাহ। ওয়ানডে গতিতে ব্যাট করা নিতিম কুমার রেড্ডি খেলেন ২৭ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা