২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চালকের আসনে ভারত

-

আগের দিন এই পিচেই পেসারদের দাপটে খাবি খেয়েছে ব্যাটাররা। পার্থ টেস্টের দ্বিতীয় দিনে পিচের যেন ‘মুড সুইং’ হলো। বোলিং সহায়ক পিচ হঠাৎ করেই রূপ নিলো রান প্রসবা পিচে। প্রথম দিনে যেখানে রেকর্ড ১৭ উইকেটের পতন ঘটেছিল, সেখানে গতকাল সারাদিন পড়ল মাত্র তিনটি উইকেট। পিচের পরিবর্তনের সাথে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ভারতও। দুই ওপেনার লোকেশ রাহুল-যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১৮ রানে এগিয়ে থেকে চালকের আসনে সফরকারীরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১০৪ রানে আটকে দেয়ার পর অসি বোলারদের হতাশ করে বিনা উইকেটে ১৭২ রান তুলেছে তারা।
প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারা জয়সওয়াল পরের ইনিংসে ফেরেন চেনা রূপে। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় টেস্টে চতুর্থ সেঞ্চুরি থেকে ১০ রান দূরে আছেন ২২ বছর বয়সী এই ওপেনার। ৯০ রানের এই ইনিংসে সাত চারের সাথে দুই ছক্কা হাঁকিয়ে গড়েছেন দারুণ এক রেকর্ড। টেস্টে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৩৪টি ছয় মারার কীর্তি গড়েন তিনি। ৬২ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার রাহুল। অস্ট্রেলিয়ার মাটিতে ২০ বছর পর উদ্বোধনী জুটিতে শতরান পেরোল ভারত। তাদের ১৭২ রানের অবিছিন্ন জুটিও দারুণ এক মাইলফলক অতিক্রমের সামনে। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের দেশে ১৯৮৬ সালে সুনীল গাভাস্কার ও ক্রিস শ্রীকান্তের ১৯১ রানের ওপেনিং জুটি ভারতের হয়ে সর্বোচ্চ। জয়সওয়াল-রাহুল যেভাবে সাবলীল ব্যাটিং করছেন, তাতে হুমকির মুখে আছে এই রেকর্ড।
এর আগে সাত উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা অসিরা স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করে গুটিয়ে যায়। পেসারদের বিধংসী বোলিংয়ের নৈপুণ্যে প্রথম ইনিংসে ৪৬ রানের মূল্যবান লিড পায় ভারত।
দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে (২১) টেস্ট ক্যারিয়ারে ১১ বার পাঁচ উইকেট শিকারের স্বাদ পান অধিনায়ক জাসপ্রীত বুমরাহ। এশিয়ার বাইরে সর্বোচ্চ ৯ বার পাঁচ উইকেটের কোটা পূর্ণ করা এই পেসার ভাগ বসিয়েছেন কপিল দেবের রেকর্ডে। পরে দলীয় ৭৯ রানে হার্শিত রানার শিকার নাথান লিয়ন। দশম উইকেটে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডই কিছুটা লড়াইয়ের চেষ্টা চালান। শেষ দিকে তাদের ২৫ রানের জুটিই ছিল স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ। ১২৬ বলে ২৬ রান করা স্টার্কের ইনিংস শেষ হয় অভিষেক ম্যাচে তিন উইকেট শিকার করা হার্শিতের বলে।

 


আরো সংবাদ



premium cement