২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টেস্টে ক্যারিবিয়ানদের নতুন আস্থা

-

জন্ম সেন্ট কিডস অ্যান্ড নেভিসে। এই পরিচয়েই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছেন মিকাইল লুইস। তিনি হলেন ক্যারিবিয়ানদের হয়ে টেস্ট খেলা প্রথম কিটিয়ান ক্রিকেটার। সেন্ট কিডস অ্যান্ড নেভিসের সেন্ট কিডসবাসীদের সংক্ষেপে কিটিয়ান বলা হয়। ১৯ বছর বয়সী এই ক্রিকেটার মাত্রই খেলেছেন ৬ টেস্ট। ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ১১ ইনিংসে। গত পরশু অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে করা ৯৭ রানই তার সেরা টেস্ট ইনিংস। তবে পারফেক্ট টেস্ট ব্যাটারের যে চরিত্র থাকা দরকার, সেটাই দেখাচ্ছেন এই ওপেনার। ২১৮ বল খেলে করেন তিন কম এক শ’। টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ তাকে শতরান করতে দেননি।
এর আগে গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ধৈর্যশীল ব্যাটিংয়ে নিজের জাত চেনান তিনি। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে খেলেন ৫৮ বলে ২৭ রানের ইনিংস, পরে দ্বিতীয় ইনিংসে করেন ৪৯ বলে ১৪ রান। সিরিজের তৃতীয় টেস্টে করেন দায়িত্বশীল ব্যাটিং। বার্মিংহাম টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় উঠতি তারকার ব্যাট থেকে আসে যথাক্রমে ৯৩ বলে ২৬ ও ১৪০ বলে ৫৭ রান। সবশেষ আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের টেস্ট টেম্পরামেন্ট কেমন সেটা আবারো প্রমাণ করেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৯ বলে করেন ৩৯ রান। পরে দ্বিতীয় ইনিংসে ৩৬ স্ট্রাইকরেটে ১৩৩ বলে করেন ৯ রান।


আরো সংবাদ



premium cement