২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্থানীয়দের নিয়ে এনসিএল টি-২০

এনসিএল টি-২০ ক্রিকেটের লোগো উন্মোচন অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান ও বিসিবির কর্মকর্তারা : নাসিম সিকদার -


টেস্ট ও ওয়ানডের গন্ডী পেরিয়ে বিশ্বব্যাপী এখন টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। বিশ্বের নানা দেশে ব্যাপক আয়োজনে হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট। অর্থের ব্যাপক জোগান এই সব আসরে। তাই তারকা ক্রিকেটাররা জাতীয় দলে খেলা বাদ দিয়ে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টি-২০ খেলতে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) টি-২০ ফ্রাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) করছে। মহিলাদেরও লোকাল টি-২০ হচ্ছে। তবে যেভাবে দেশে জনপ্রিয়তা বাড়ছে টি-২০ ক্রিকেটের সে অর্থে স্থানীয় ক্রিকেটার উঠে আসছে না। কারন বিপিএলে বিদেশীর সাথে দেশীদের নিয়েই টি-২০ হচ্ছে। তাই এবার স্থানীয় টি-২০ ক্রিকেটার তৈরির উদ্যোগ নিয়েছে বিসিবি। এরই অংশ হিসেবে ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আল আরাফাহ ইসলামী ব্যাংক এনসিএল টি-২০ টুর্নামেন্ট। সিলেট ও ঢাকায় অনুষ্ঠিতব্য এই আসর শেষ হবে ঢাকাতে। মিরপুর শেরেবাংলায় হবে নকআউট পর্বসহ ফাইনাল ম্যাচ। ২৪ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ। আসরের পাওয়ার্ড বাই হলো ওয়ালটন। গতকাল এই এনসিএল টি-২০ এর লোগো উন্মোচন অনুষ্ঠানে গতকাল এই তথ্য দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আল আরাফাহ ব্যাংক হলো আসরের প্লাটিনাম স্পন্সর। গোল্ড স্পন্সর ওয়ালটন। সিলভার পার্টনার লিলি। খেলাগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও ভারতের ওটিটি ফ্ল্যাটফর্ম ফ্যানকোড। টি-স্পোর্টস কমপক্ষে ১৮টি ম্যাচ সরাসরি দেখাবে। গতকাল স্থানীয় এক হোটেলে লোগো উন্মোচন অনুষ্ঠানের আকর্ষন কেড়ে নেন দুই চিত্রতারকা সিয়াম আহমদে ও আমিন খান। আমিন খান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। আর সিয়াম হলেন সিলভার পার্টনার রিমার্ক হারলান গ্রুপের ব্যান্ড অ্যাম্বাসেডর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর রহমান চৌধুরী।

বিপিএলে এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগের হয়ে খেলে। তবে এনসিএল টি-২০তে প্রত্যেক ক্রিকেটারকে তার নিজ বিভাগের হয়েই খেলতে হবে। জানালেন বিসিবি সভাপতি। এই আসরে অংশ নিচ্ছে দেশের জাতীয় ক্রিকেট লিগের সাত বিভাগীয় দল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রো। অংশ নিচ্ছে না ময়মনসিংহ বিভাগ।
বিসিবি সভাপতি ফারুক জানান, আগে একবার ২০১৮-২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে (ডিপিএল) টি-২০ ফরম্যাট যুক্ত করা হয়েছিল। এবার আমরা এনসিএলে টি-২০ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। এটা বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়। এই প্রথম শ্রেনীর ক্রিকেট আমাদের গর্ব। এখন থেকে নিয়মিত এনসিএল টি-২০ ক্রিকেট হবে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক যোগ করেন, বিপিএল ছাড়া আমাদের টি-২০ ফরম্যাট নেই স্থানীয়ভাবে। তাই আন্তর্জাতিক পরিমন্ডলে সাফল্য সেভাবে আসছে না। যদিও আরো কারণও আছে। বিপিএল টি-২০তে বিদেশীরাও খেলে। তাই শুধু স্থানীয়দের নিয়ে এই এনসিএল টি-২০ টুর্নামেন্ট। এখন থেকে নিয়মিত এই বিসিএল টি-২০ হবে বিপিএলের আগে। যাতে স্থানীয়রা এই মাধ্যমে নিজেদের প্রমাণের সুযোগ পায়। তার মতে, এতে করে বিদেশী ক্রিকেটারদের সাথে টি-২০ খেলার আগে নিজেদের প্রস্তুতি পর্বও সারতে পারবেন স্থানীয় ক্রিকেটাররা। যারা জাতীয় দল এবং বিপিএলের বাইরে আছেন সেই ক্রিকেটারদেরও দারুণ সুযোগ এই এনসিএল টি-২০।
উল্লেখ্য, ২০০৯-২০১০ সালে ১১-২০ এপ্রিল ৬ দল নিয়ে জাতীয় ক্রিকেট লিগ টি-২০ ফরম্যাটে হয়েছিল।
লিগ পর্বে সবাই সবার সাথে খেলবে। এরপর নকআউট পর্ব। ডে নাইটেই সবাই টি-২০ দেখতে অভ্যস্থ। তবে এখন নিশ্চিত নয় সিলেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোতে এনসিএল টি-২০ হবে কি না। ফারুক আহমেদ জানান, আমরা চেষ্টা করব সিলেটে ফ্লাডলাইটে এই ম্যাচগুলো আয়োজনের।


আরো সংবাদ



premium cement