ডিসেম্বরেও লাগছে না ফ্লাডলাইট
বঙ্গবন্ধু স্টেডিয়াম- ক্রীড়া প্রতিবেদক
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৬
কবে শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজ। সাবেক ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের মতে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই স্টেডিয়াম প্রস্তুত হবে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই সংস্কার কাজের অগ্রগতি দেখতে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। অত্যন্ত দায়িত্ব বোধের সাথেই তিনি স্টেডিয়ামের বিভিন্ন কাজ দেখেন। কয়েকটি ক্ষেত্রে নিজের অসন্তুষ্টিও প্রকাশ করেন। এরপর সাংবাদিকদের জানান, আমরা স্টেডিয়ামের সংস্কারকাজ দেখার জন্যই এসেছি। যাতে এই কাজের গুণগত মান এবং এই কাজ যাতে যথাযথ সময়ে হয় তা দেখতে। এ বিষয়ে মাননীয় উপদেষ্টার নির্দেশনা রয়েছে। তাই সংস্কারকাজ ঘুরে ঘুরে দেখলাম। কিছু পরামর্শও দিয়েছি।’
সচিব জোর দিয়েই বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝিয়ে দেবো। তবে ডিসেম্বরের মধ্যে ফ্লাডলাইট এই স্টেডিয়ামে লাগানো হচ্ছে না। আমাদের লাইটিং সিস্টেম অত্যাধুনিক সিস্টেম। প্রায় তিন হাজার লাক্সের এই লাইটিং। স্পেন থেকে এই লাইটি আনার চেষ্টা চলছে। সারা বিশ্বে যে ক্যানোপিতে এই লাইটগুলো লাগানো হয় এখানেও সেভাবে লাগানো হবে। এতে লাইটিং যেমন সুন্দর হবে তেমনি সে সাথে এর নিয়ন্ত্রণ এবং সংরক্ষণও হবে সহজ।’ তিনি যোগ করেন , এই মাঠকে আরো অত্যাধুনিক করার জন্য আমরা প্রকল্প পরিচালককে পরামর্শ দিয়েছি।’
বাফুফে ফেব্রুয়ারিতে এই মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলের আয়োজন করতে চায়। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জোর দিয়েই বলেন, এর আগেই মাঠ প্রস্তুত হয়ে যাবে। আমরাও একটি জাতীয় টুর্নামেন্টের ফাইনালসহ কিছু ম্যাচ জানুয়ারিতে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করতে চাই।
ফ্লাডলাইটের টাওয়ারগুলো নতুন ফ্লাডলাইটের ভার সইতে পারবে কি না এ বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে স্টেডিয়ামের সংস্কার কাজের মেয়াদ আরো বেড়েছে। আগামী বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। যদিও সচিব জানান আমরা চেষ্টা করছি দু-এক মাসের মধ্যে এই কাজ শেষ করতে পারি কি না। আমরা আপ্রাণ চেষ্টা করছি, যাতে ফেব্রুয়ারিতে বাফুফে এখানে অনূর্ধ্ব-২০ নারী সাফ করতে পারে।
পুরো প্রকল্পের জন্য যে ১৫৬ কোটি বাজেট তা আর বাড়ছে না বলে জানান সচিব। জানা গেছে, ফ্লাডলাইট দ্রুত আনার জন্য জাহাজের বদলে বিমানে আনা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা