দ্রুততম ৫০ গোলের রেকর্ড কেনের
- ক্রীড়া ডেস্ক
- ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৬
অগাসবার্গকে গত পরশু ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৬৩ মিনিটে প্রথম গোল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হয় ওই এক গোলেই। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করার দুই মিনিট পরই আবার জালের দেখা পেল লিগের সফলতম দলটি। আর এই তিনটি গোলই করলেন হ্যারি কেন। এই হ্যাটট্রিকের সুবাদে দ্রুততম পঞ্চাশ গোল পূর্ণ করার পাশাপাশি জার্মান বুন্দেসলিগায় নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হলান্ডকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন ইংলিশ এই ফরোয়ার্ড। লিগে ৪৩ ম্যাচে ৫০ গোল হলো ৩১ বছর বয়সী এই ফুটবলারের। ৫০ পূর্ণ করতে বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে হলান্ডের লেগেছিল পুরো ৫০টি ম্যাচ।
আলিয়াঞ্জ এরিনায় এ দিন ৬৩তম মিনিটে কেনের পেনাল্টি গোলে এগিয়ে যায় বায়ার্ন। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকেই পেলেন নিজের দ্বিতীয় গোল। দুই মিনিট পর হেড থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক আর দ্রুততম ফিফটির রেকর্ড। বায়ার্নে গত মৌসুমে যোগ দিয়ে ৩২ ম্যাচে ৩৪ গোল করেন কেন। তবে ২০১২ সালের পর লিগ শিরোপা জিততে ব্যর্থ হয় তার ক্লাব। ট্রফি পুনরুদ্ধারের পথে এবার তাদের পথচলা দুর্দান্ত। ১১ ম্যাচ ইতোমধ্যে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা আরবি লিপজিগের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে ভিনসেন্ট কোম্পানির দল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা