২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টানা তিন সেঞ্চুরিতে বিশ্বরেকর্ডে তিলক ভর্মা

-

ভারতের কোনো ব্যাটসম্যান হিসেবে এই প্রথম টি-২০তে দেড়শ রানের ইনিংস খেললেন তিলক ভর্মা। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গতকাল ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫১ রানেই ইনিংস খেলেন এই ব্যাটার। ২২ বছর বয়সী আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটার এ নিয়ে টানা তিন ম্যাচে শতক হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুই ম্যাচে বিধ্বংসী দু’টি সেঞ্চুরি করার পর এবার ঘরোয়া ক্রিকেট হায়দরাবাদের হয়ে পেলেন সেঞ্চুরি। স্বীকৃত টি-২০ ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটারের। টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন তিলক।
ভারতের ঘরোয়া টি-২০ এই টুর্নামেন্টের প্রথম দিনে হায়দরাবাদের হয়ে ৬৭ বলে ১৫১ রানের ইনিংস উপহার দেন তিলক। রাজকোটে মেঘালয়ের বোলারদের গুঁড়িয়ে ১৪ চার ও ১০ ছক্কায় ইনিংসটি গড়েন তিনি। নিজের আগের দু’টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৬ বলে অপরাজিত ১০৭ ও ৪৭ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
প্রতিভাবান এই ক্রিকেটার ২০১৯ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতেই মুম্বাইয়ের হয়ে শ্রেয়াস আইয়ারের করা ১৪৭ রানের রেকর্ডকে টপকে গেলেন। অবশ্য মহিলা ক্রিকেটে এর চেয়ে বড় ইনিংস একটি আছে ভারতের। ২০২২ সালে সিনিয়র উইমেন’স টি-২০ ট্রফিতে নাগাল্যান্ডের হয়ে ১৬২ করেছিলেন কিরন নাভগিরে।
তিলাকের টর্নেডোতে ২০ ওভারে চার উইকেটে ২৪৮ রান তোলে হায়দরাবাদ। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে যা পঞ্চম সর্বোচ্চ দলীয় ইনিংস। হায়দরাবাদের সর্বোচ্চ এটিই। মেঘালয়কে ৬৯-এ গুটিয়ে ১৭৯ রানের জয় পায় হায়দরাবাদ।

 


আরো সংবাদ



premium cement