২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মেসিদের নতুন কোচ কি মাসকেরানোই

-

দিন কয়েক আগে হুট করে পদত্যাগ করেন ইন্টার মিয়ামি কোচ জেরাডো মার্টিনো। ব্যাক্তিগত কারণ দেখিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির কোচিংয়ের দায়িত্ব ছাড়েন তিনি। আর্জেন্টাইন এই কোচের চাকরি ছাড়ার পর লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের নতুন কোচ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়েছে হাভিয়ার মাসকেরানো হচ্ছেন মিয়ামির কোচ। মেসির সাবেক আর্জেন্টাইন ও বার্সেলোনা সতীর্থকে প্রধান কোচের দায়িত্ব দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে ইংলিশ সংবাদমাধ্যম ইএসপিএনসহ একাধিক সংবাদমাধ্যম।
সংবাদ সম্মেলনে মিয়ামির সম্ভাব্য কোচ নিয়ে গত পরশু কথা বলেন ক্লাবটির মালিকানায় অংশীদার জর্জ মাস। কোচ বাছাইয়ে একটি তালিকা করা হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত কোচের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি। কোচ নির্বাচনে দলের মধ্যমণি মেসির পছন্দ-অপছন্দকে প্রাধান্য দেয়া হচ্ছে। মিয়ামির যৌথ মালিক বলেন, আমি চাই নতুন ট্রেইনার ও কোচের সাথে যাতে লিও (মেসি) সহজে মানিয়ে নিতে পারে। লিওকে আমি জিজ্ঞেস করেছি ও তার উত্তর পেয়েছি। তবে এটি ছিল শুধুই তার সাথে আমার যোগাযোগ ও সম্পৃক্ততা।

 


আরো সংবাদ



premium cement