৫০তম টেস্ট স্মরণীয় করতে চান মিরাজ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন ইনজুরিতে পড়ে মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তার পরিবর্তে দুই টেস্ট সিরিজে টাইগার দলের অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। বাংলাদেশের ক্রিকেট দলের ১৪ নম্বর টেস্ট অধিনায়ক হিসেবে গতকাল অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ৫০ বা তার বেশি টেস্ট খেলা ৮ নম্বর ক্রিকেটার হলেন মিরাজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুধু টেস্ট ক্যাপ্টেন হিসেবে যাত্রা শুরু করেননি তিনি, এটি তার ক্যারিয়ারের ৫০তম ম্যাচ। তাই এই টেস্ট স্মরণীয় করে রাখতে চান মিরাজ।
অধিনায়ক হিসেবে প্রথম, আর ক্যারিয়ারের ৫০ নম্বর টেস্ট- এমন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত মিরাজ। টাইগার অধিনায়ক বলেন, ‘৫০তম টেস্ট খেলব এটা দেশের জন্য, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আশা করি এটা আমার জন্য বড় অর্জন হয়েই থাকবে। যেন স্মরণীয় করে রাখতে পারি।’
মিরাজ এমন এক অবস্থায় দলকে নেতৃত্ব দিচ্ছেন, যখন টেস্টে ঘোর বিপাকে বাংলাদেশ। পাকিস্তানের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টের সিরিজে চরম নাকাল হয়ে হেরেছে টাইগাররা। সেটাই শেষ কথা নয়। এই অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪৩ রানে অলআউট হওয়ার রেকর্ডও আছে। তার মানে এটা শুধু পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ব্যর্থতা থেকে বেরিয়ে আসার মিশনই নয়, অ্যান্টিগায় পূর্ব ব্যর্থতা ঘোচানোর টেস্টও। এ মিশনে কী করবে বাংলাদেশ?
টেস্ট শুরুর আগের দিন অ্যান্টিগায় সংবাদ সম্মেলনে আশার বাণী শোনালেন মিরাজ। অধিনায়ক হতে পেরে খুশি মিরাজের প্রথম কথা, ‘আলহামদুলিল্লাহ।’
লক্ষ্য ও পরিকল্পনার কথা জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা। কারণ এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম, টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। বিশেষ করে একটা জিততে পারিনি শেষ চার বছরে। যদি আমরা দেখি এখানে স্ট্যাট, এখানে দুটো ম্যাচ খেলেছিলাম। আমাদের লক্ষ্য থাকবে জেতার জন্য ও সবাই যেন পারফর্ম করে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা