আঁটসাঁট বোলিংয়ে দুই উইকেট তাসকিনের
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
সাবেক ক্যারিবিয়ান পেসার কার্টলি অ্যামব্রোস পিচ রিপোর্টে বলেছেন, ‘ঘাসের আচ্ছাদনে খুব ভালো উইকেট মনে হচ্ছে। আর্দ্রতা থাকায় ফাস্ট বোলারদের জন্য ভালো হবে। ঘাস থাকায় কিছুটা বাউন্সও পাওয়া যাবে। সিম মুভমেন্টও দেখা যেতে পারে। তাই আগে বোলিং করার সঠিক সিদ্ধান্ত হবে।’
অ্যান্টিগায় টস কয়েন গতকাল কথা বলেছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পক্ষে। অ্যামব্রোস ও অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ দিলেন বাংলাদেশ পেসাররা। আঁটসাঁট বোলিংয়ে শুরু থেকেই ক্যারিবীয়দের চেপে ধরেছে তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ইনিংসের ১৪তম ওভারে চমৎকার এক ডেলিভারিতে ক্রেগ ব্রাথওয়েটকে আউট করে প্রতিরোধ ভাঙলেন তাসকিন। অফ স্টাম্পের একটু বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ব্যাটের কানা এড়িয়ে প্যাডে আঘাত করলে জোরালো আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার। নিজের পরের ওভারেই আবার আঘাত তাসকিনের। এবার শূন্য রানে ফিরলেন কেসি কার্টি। স্টাম্পের বল লেগে খেলতে চেয়েছিলেন ব্যাটসম্যান। শট খেলে ফেলেন আগেভাগেই, একটু থেমে আসা বল ব্যাটের কানায় লেগে সরাসরি যায় তাইজুল ইসলামের হাতে!
প্রথম সেশন শেষে ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের। উইকেটে ছিলেন মিকাইল লুইস ৩৬ ও ১০ রান নিয়ে কাভেন হজ। ২ উইকেট তাসকিনের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা