আইপিএলের জন্য সাকিব মুস্তাফিজদের ছাড়পত্র বিসিবির
- ক্রীড়া প্রতিবেদক
- ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী তিন মৌসুমের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই তিন মৌসুমের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের তালিকা পাঠানো হয়েছে আইপিএল কর্তৃপক্ষের কাছে। সেই তালিকায় টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ রয়েছেন ১৩ জন। প্রতি মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির নিলামে বাংলাদেশের বেশ ক’জন ক্রিকেটারের নাম তুললেও শেষ পর্যন্ত দু-একজন ছাড়া দল পান না কেউই। তার কারণ দলগুলোর প্রত্যাশামতো তাদেরকে পাওয়া নিয়ে সংশয়ে পড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আগামী তিন মৌসুমে সূচি প্রকাশ করায় এই নিশ্চয়তা বার্তা দিয়েছে বিসিবি।
আইপিএলে নিশ্চয়তা দেয়া বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিয়মিত আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এ ছাড়া এই তালিকায় আছেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শহিদুল ইসলামের মতো চমকজাগানিয়া নামও। ২০২১ সালে বাংলাদেশের হয়ে একটি টি-২০ খেলেছিলেন শহিদুল।
আগামী তিন আইপিএলের পুরো সময়টাতেই বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহণের নিশ্চয়তা বিভিন্ন দেশের বোর্ডের কাছে চেয়েছিল ভারতীয় বোর্ড। ইএসপিএন/ক্রিকইনফোর খবর, বেশির ভাগ পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ডের কাছ থেকেই সেই নিশ্চয়তা দেয়া হয়েছে। সেই প্রক্রিয়াতেই এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের নামগুলো।
টুর্নামেন্টের দৈর্ঘ্য যেমন একেক মৌসুমে একেকরকম, তেমনি ম্যাচের সংখ্যাতেও ভিন্নতা আছে। গত দুই আসরের মতো আগামী আসরেও মোট ম্যাচ ৭৪টি, পরের আসরে হবে ৮৪টি এবং ২০২৭ আসরে ৯৪টি। টুর্নামেন্টের ফরম্যাটেও তাই পরিবর্তন আসবে নিশ্চিতভাবেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা