২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৯৭ রান শেবাগের ছেলে আর্যবীরের

-

ভারতের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের চার দিনের টুর্নামেন্ট কুচবিহার ট্রফিতে দিল্লির হয়ে মেঘালয়ার বিপক্ষে গত পরশু ডাবল সেঞ্চুরি পেয়েছিল আর্যবীর। তৃতীয় দিনে গতকাল ট্রিপল সেঞ্চুরি বানানোর খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ২৯৭ রানেই থেমে গেল তার ইনিংস। রুদ্র সিং রাঠোরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেছেন তিনি। তবে ফেরার আগে ব্যাটিং করেছেন বাবার মতোই। ৩০৯ বলে ২৯৭ রান। ৩টি ছক্কা ও ৫১টি চারে গড়া ইনিংসে স্ট্রাইক রেট ৯৬.১২। ৬৩টি সিঙ্গেল ও ৬ বার ২ রান নিয়ে প্রান্ত বদলেও পরিপক্বতার পরিচয় দিয়েছে ১৭ বছর বয়সী এই তরুণ।

আর্যবীর হলেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের বড় ছেলে। আর্যবীর ট্রিপল সেঞ্চুরি না পাওয়ার সাথে আরো একটি জিনিস মিস করেছেন বাবার কাছ থেকে। ২০১৫ সালে ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেয়া সাক্ষাৎকারে শেবাগ একটি তথ্য জানিয়েছিলেন। তিনি তার সন্তানদের বলেছেন, ‘স্কুলের ক্রিকেটেও যদি ৩১৯ রান পেরোতে পারো, তাহলে ফেরারি উপহার দিব।’

টেস্টে ১৮০ ইনিংসে ৪৯.৩৪ গড়ে ৮২.২৩ স্ট্রাইক রেটে ৮৫৮৬ রান করেছেন শেবাগ। আর সাবেক এই ওপেনারের সর্বোচ্চ রানের ইনিংস ৩১৯। অর্থাৎ বাবাকে টপকে যেতে পারলে ফেরারি গাড়ি উপহার পেত আর্যবীর। কিন্তু ২৩ রানের দূরত্বে থেকে আউট হওয়ায় সেটি হলো না। রসিকতাপ্রিয় শেবাগ তার সন্তানকে ব্যাপারটি মনে করিয়ে দিয়েই উৎসাহ দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।


আরো সংবাদ



premium cement