এক দশকের আক্ষেপ মেটাতে প্রস্তুত অস্ট্রেলিয়া
- ক্রীড়া ডেস্ক
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০৫
সংস্করণ যেটাই হোক, অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হলেই উত্তাপ ছাড়িয়ে যায় সবকিছুকে। বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো মর্যাদাপূর্ণ সিরিজ হলে তো কথাই নেই। পাঁচ ম্যাচের এ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পার্থে আজ মাঠে নামছে ক্রিকেটের দুই পরাশক্তি।
অস্ট্রেলিয়ার এ দলের অর্ধেকের বেশি সদস্য বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের স্বাদ পায়নি। গত ১০ বছরে চার সিরিজে অসিদের হারিয়েছে ভারত। সবশেষ চারটি বোর্ডার-গাভাস্কার সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে বিরাট কোহলি-রোহিত শর্মারা। তবে এবার নিজেদের চেনা আঙিনায় সিরিজ জিততে মরিয়া স্বাগতিকরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল অসি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমার মনে হয়, ড্রেসিংরুমের অর্ধেক সদস্যই বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতেনি। আমাদের জন্য তাই এটা শেষ একটি লক্ষ্য, যেটি পূরণ করা বাকি আছে।’
অন্য দিকে নিয়মিত অধিনায়ক রোহিত ছাড়াও দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের চোটে বেকায়দায় ভারত। রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বে দায়িত্ব পালন করবেন ভারতের জার্সিতে ২০০তম ম্যাচে মাঠে নামতে যাওয়া জাসপ্রিত বুমরাহ। অধিনায়কত্বের পরীক্ষায় কাউকে অনুসরণ নয়, বরং নিজের মতোই পরিকল্পনা করতে চান ৩০ বছর বয়সী এ ফাস্ট বোলার। বুমরাহ বলেন, আপনাকে নিজের পথ খুঁজে নিতে হবে, আপনি কাউকে হুবহু অনুসরণ করতে পারেন না। আমি সহজাত প্রবৃত্তিতে আস্থা রাখি ও এভাবেই খেলে যাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা