২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রফি জিতেই সিজন শুরুর টার্গেট

-

টুর্নামেন্টের নাম বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ। আগেই সর্বশেষ সিজনের দুই সেরা দলকে নিয়ে এক ম্যাচের টুর্নামেন্ট দিয়ে আসর শুরু করার পরিকল্পনা ছিল বাকুবের। সেই চ্যালেঞ্জ কাপই মাঠে গড়াচ্ছে আজ বিকেল ৫টায়। খেলা দেখাবে ‘টি’ স্পোর্টস। গত সিজনের লিগ ও টুনামেন্ট মিলে সবগুলোতেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তিন টুর্নামেন্টেরই রানার্সআপ মোহামেডান। তারাই খেলবে এই ফাইনাল। টুর্নামেন্টের নাম বাংলাদেশ ২.০ দেয়ার অর্থ হল আন্দোলনে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। তাদের স্মরণ করে এই ফাইনালের প্রাইজমানি দেয়া হবে জুলাই আন্দোলনে সম্পৃক্তদের ফান্ডে। একেবারেই নতুন আঙ্গিকের বিভিন্ন স্টাইলের। টুর্নামেন্ট তবে বসুন্ধরা কিংস ও মোহামেডান উভয়ই চায় এই এক ম্যাচে টুর্নামেন্ট জিতে মৌসুম শুরু করতে। গতকাল কিংস এরিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দলের কোচ খেলোয়াড়দের মুখেই এই ঘোষণা।
আবাহনী ও বসুন্ধরা কিংস এই মুহূর্তে দেশের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব হলেও গত সিজনে বসুন্ধরাকে যথেষ্ট ভুগিয়েছে ঢাকা মোহামেডান। দু’বার তারা হারিয়েছে কিংসের খেলোয়াড়দের। মোহামেডানের কোচ আলফাজ আহমেদ এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেহেদী হাসান জানান আমরা এবারও বসুন্ধরা কে হারাতে চাই এবং সিজনের প্রথম ট্রফি জিতেই পরের ধাপে এগোতে চাই। অন্য দিকে বসুন্ধরার কোচ ভ্যালেরিও তিতা ও ফুটবলার সাদ উদ্দিনের মুখেও গতবারের সাফল্য ধরে রেখেই এবারের সিজন শুরু করার প্রত্যয়। তাদের ভাষায়, আমরা ট্রফি জিতেই নতুন মৌসুম পা দিতে চাই।
চ্যালেঞ্জ কাপের সাথে অন্য আসর গুলোর পার্থক্য হল অন্য টুর্নামেন্টগুলোতে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষে ফাইনালে মুখোমুখি হয়ে দলগুলো। যেখানে ভুলভ্রান্তির সুযোগ শুধরানোর সুযোগ থাকে। তাই এক ম্যাচই ফাইনালটিকে একেবারে ভিন্ন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করলেন আলফাজ আহমেদ। একই বক্তব্য বসুন্ধরা কিংসের কোচ তিতা এবং ফুটবলার সাদউদ্দিনের মুখে।
বসুন্ধরা অবশ্য ভুটানের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগের তিন ম্যাচের প্রতিটিতে হেরেই। বিপরীতে মোহামেডান তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বিমান বাহিনী, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের সাথে। সাদাকালো শিবির বিমান বাহিনীর বিপক্ষে জিতলেও রহমতগঞ্জের কাছে হেরেছে এবং ড্র করেছিল ব্রাদার্সের সাথে। বসুন্ধরা কিংস ভুটানে লেবাননের নেজমেহ, ভারতের ইস্টবেঙ্গল এবং স্বাগতিক দল পারোর কাছে হেরেছিল। বসুন্ধরার কোচ ভ্যালেরিও তিতা দলে খেলোয়াড় সংকট এবং গোলমিসের প্রসঙ্গটাই বারবার কাল সংবাদ সম্মেলনের উল্লেখ করলেন। তার মতে, এটা তার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময়। ভুটানের মাঠে ১৬ গোল মিস করে মাত্র একটি গোল দিতে পেরেছে দল। বিপরীতে দুই ম্যাচে দুটি আত্মঘাতী গোল হজম করেছে। এর পরও এই খেলোয়ারদের ওপর পূর্ণ আস্থা তার।
তবে ইনজুরির জন্য বিশ্বনাথ এবং কার্ড সমস্যার রাকিবকে আজকের ফাইনালে পাচ্ছেন না কোচ। এছাড়া গত সিজনের ৬ খেলোয়াড়ের অনুপস্থিতিকে বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। উদাহরণ টেনে কোচ বলেন, যদি রিয়াল মাদ্রিদ ওইভাবে এতজন খেলোয়াড় বদল করে মাঠে নামায় তাদের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব না।
যদিও এবারের বসুন্ধরা কিংসকে গতবারের মতোই শক্তিশালী মনে করছেন মোহামেডান কোচ আলফাজ এবং খেলোয়াড় মেহেদি।
বসুন্ধরার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রাজিলের মিগুয়েল ফিগেইরো ১০ কেজি বাড়তি ওজন নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছিলেন। এখন অবশ্য তার পাঁচ কেজি কমেছে। তথ্য দেন কোচ। দুই দলের খেলোয়াড়রাই জুলাই আগস্ট এর বিপ্লবের স্মরণে এবারে টুর্নামেন্টের নাম হওয়ায় এ নিয়ে রোমাঞ্চিত। সাদ উদ্দিন ও মেহেদী মিঠুরা আজ চ্যালেঞ্জ কাপের পর লিগ ও ফেডারেশন ট্রফি নিজেদের করতে চায়। বসুন্ধরা চায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। আর মোহামেডান গত সিজনে কোনো ট্রফি জেতার স্বাদ না পাওয়ায় কষ্ট ভুলতে চায়।


আরো সংবাদ



premium cement