নতুন আঙ্গিকের ফেডারেশন কাপ
- ক্রীড়া প্রতিবেদক
- ২১ নভেম্বর ২০২৪, ০১:১১
গ্রুপিং
‘এ’ গ্রুপ : বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন, ঢাকা ওয়ান্ডারার্স।
‘বি’ গ্রুপ : মোহামেডান, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ , ইয়ংমেন্স ক্লাব।
ফরমেট
-১০ দল দুই গ্রুপে বিভক্ত
-দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল ফাইনাল কোয়ালিফাইং রাউন্ড ওয়ানে খেলবে। জয়ী দল উঠবে ফাইনালে।
-দুই গ্রুপের দুই রানার্সআপ দল খেলতে ফাইনাল কোয়ালিফাইং রাউন্ড টুতে।
-কোয়ালিফাইং রাউন্ড ওয়ান ও কোয়ালিফাইং রাউন্ড টুতে হেরে যাওয়া দল খেলবে ফাইনাল কোয়ালিফাইং রাউন্ড থ্রি-তে। এ ম্যাচের জয়ী দলে উন্নীত হবে ফাইনালে।
দল বদলের তারিখ ঘোষণা হওয়ার পরই শুরু হয়ে গেছে এবারের ঘরোয়া ফুটবল মৌসুম। বাকি মাঠে ফুটবল গড়ানো। আগামীকাল বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ২০২৪-২৫ সিজন। ছাত্র-জনতার আন্দোলনের পর হাসিনা সরকারের পদত্যাগ এবং বাংলাদেশের নতুন স্বাধীনতা সূর্যোদয়। তাই গত সিজনের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ মোহামেডানের অংশ গ্রহণে নতুন প্রবর্তিত চ্যালেঞ্জ কাপের নাম বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ। এর পর ৩ ডিসেম্বর পর্দা উঠবে ফেডারেশন কাপের। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ ফেডারেশন কাপে এবার ভিন্নতা। অন্যান্য বারের মতো নেই সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল। এবারে ১০ দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ফাইনালের কোয়ালিফাইং রাউন্ড ওয়ানে। জয়ী দলের ঠিকানা হবে ফাইনাল। তবে যে দল হেরে যাবে তাদেরও সুযোগ থাকবে ফাইনালে ওঠার শেষ সুযোগ কাজে লাগানোর। দুই গ্রুপের দুই রানার্সআপ দল মুখোমুখি হবে কোয়ালিফাইং রাউন্ড ফাইনাল টুতে। এ ম্যাচের জয়ী দল এবং ফাইনাল কোয়ালিফাইং রাউন্ড ওয়ানের হেরে যাওয়া দল খেলবে কোয়ালিফাইং রাউন্ডে থ্রিতে। এ ম্যাচে যে দল জিতবে তাদেরই ঠিকানা হবে ফাইনালে। ২ মে’র এ ফাইনাল।
একেতো এবার ১০ দলের অংশগ্রহণে ফেডারেশন কাপ। এ ছাড়া অনেক সময় শিরোপা প্রত্যাশী দলকেও হেরে বিদায় নিতে হয় নক আউটের ম্যাচে। সেটা রোধ করতেই ফেডারেশন কাপে এ নতুনত্ব। জানান, বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত হয় এ আসরের ড্র। এরপর সর্বশেষ সিজনের সেরা রেফারি, সেরা কোচ, সেরা ফুটবলার, সেরা গোলরক্ষক এবং ফেয়ার প্লের ট্রফি তুলে দেয়া হয় খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের হাতে। সেরা ফুটবলার হয়েছেন রাকিব হোসেন। গত সিজনে হওয়া অনূর্ধŸ-১৮ বিপিএল লিগের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, রানার্সআপ ফর্টিস এফসি এবং সর্বোচ্চ গোলদাতা ইয়াসিন আরাফাত সিফাতকে ট্রফি দেয়া হয়। ঢাকা আবাহনীর এ স্ট্রাইকার ৭ ম্যাচে ৬ গোল করেন।
ফেডারেশন কাপের ড্রতে একই গ্রুপে দুই আবাহনী ও মোহামেডান। গত সিজনের লিগ, ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপের রানার্সআপ মোহামেডানের সাথে ‘বি’ গ্রুপে পড়েছে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল। ‘এ’ গ্রুপে লড়বে গত বছর ট্রেবল জয়ী বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন এবং ওয়ান্ডারার্স। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁঁইয়া স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস এরিনাতে হবে ফেডারেশন কাপের ম্যাচগুলো। তবে ২ মে’র ফাইনাল কোন ভেন্যুতে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ৩ ডিসেম্বরের উদ্বোধনী দিনে দুই ম্যাচ হবে কুমিল্লা ও ময়মনসিংহে।
প্রাইজমানি কত হবে তা এখনো ঠিক হয়নি। ইমরুল হাসান জানান, আমরা সুযোগ পেলে স্বাধীনতা কাপ করব। আর সেই আসর হবে শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা