বরিশাল-রংপুর ম্যাচ ড্র
- ক্রীড়া প্রতিবেদক
- ২০ নভেম্বর ২০২৪, ০৩:২৬
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে গতকাল ড্রতে শেষ হয়েছে রংপুর ও বরিশালের ম্যাচ। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে চার দিন মিলিয়ে হয়েছে মাত্র তিন ইনিংস। প্রথম ইনিংসে বরিশালের ৩৩৬ রানের জবাবে ৩২২ রানে গুটিয়ে যায় রংপুর। ১৪ রানের লিড পেয়ে দ্বিতীয়বার বরিশাল করে ৩৫৮ রান। ৩৭৩ রানের লক্ষ্যে শেষ দিন রংপুর ১০ ওভার ব্যাটিং করার পর ড্র মেনে নেয় উভয় দল।
পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে উঠেছে রংপুর। সমান ম্যাচে দুই ড্রয়ে পাওয়া ৪ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে তলানিতে বরিশাল। সমান পাঁচ ম্যাচ পর ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট, ঢাকা মেট্রো ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, ১৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চারে, ১৬ পয়েন্ট নিয়ে ঢাকা বিভাগ পাঁচে, খুলনা ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে এবং রাজশাহী ১০ নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তমে।
প্রথম ইনিংসে ৭০ রানের পর দ্বিতীয়বার ৮৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বরিশালের তরুণ ওপেনার ইফতেখার। সব মিলিয়ে ৯ ইনিংসে ৫৪.৭৭ গড়ে ৪৯৩ রান নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে উঠে গেছেন তিনি। সালমান দুই ইনিংসে করেন ৬৭ ও ৬৯ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা