২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইতিহাস গড়া জয় সান মারিনোর

-

লিচেস্টেইনের রাজধানী ভাদুজের রাইনপার্ক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্সে তিনটি গোল করে অ্যাওয়ে ম্যাচে একের অধিক গোলে জয় নিয়ে ফেরে ইতালির মাঝখানে অবস্থিত ছোট দেশ সান মারিনো।
লিচেস্টেইনকে গত ৬ সেপ্টেম্বর ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম জয় পেয়েছিল সান মারিনো। আর ২০ বছর ও ১৪০ ম্যাচ পর সে দিনের জয়টি তাদের ফুটবল ইতিহাসের দ্বিতীয়। ২০০৪ সালের এপ্রিলে এই লিচেস্টেইনকেই হারিয়ে প্রথম জয়টি পেয়েছিল প্রীতিম্যাচে।
প্রতিযোগিতামূলক ফুটবলে গত সেপ্টেম্বরে প্রথম জয়ের পর এবার দ্বিতীয় জয়ের স্বাদও পেয়েছে ফিফা র‌্যাংকিংয়ে ২১০ নিয়ে সবার নিচে থাকা দেশটি। আগের দু’টি জয়ই ছিল নিজেদের মাটিতে ১-০ ব্যবধানে। প্রথমবার অ্যাওয়ে ম্যাচে একের অধিক গোলে জয়ে নেশন্স লিগে ইতিহাস গড়েছে সান মারিনো। লিচেস্টেইনকে ৩-১ গোলে হারিয়ে পরের ওপরের স্তরে উঠেছে ৩৩ হাজারের একটু ওপরে জনসংখ্যার দেশটি। আর সব মিলিয়ে এটি তাদের তৃতীয় জয়।
উয়েফা নেশন্স লিগের সবচেয়ে তলানির ধাপ ‘ডি’ লিগ। গ্রুপের অন্য দুই দলও ফিফা র‌্যাংকিংয়ের ২০০তম স্থানে লিচেস্টাইন ও ১৯৭তম জিব্রাল্টার। আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম দেশটি এই জয়ে ‘সি’ লিগে উন্নীত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement