১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জয়ে বছর শেষ বাংলাদেশের

বাংলাদেশ ২-১ মালদ্বীপ; ( জনি, পাপন) ( ফাসির)
জয় সুচক গোল করা পাপন সিং এর সাথে (জার্সি নাম্বার ৬) গোলের উল্লাস রাকিব-তপু-নোভাদের : বাফুফে -


আগামী বছর এশিয়ান কাপের বাছাই পর্বের ড্রয়ে সুযোগ নিতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু দুই ম্যাচের প্রথমটিতে হেরে বেকাদায় পড়ে লাল-সবজুরা। তাই কাল কিংস এরিনায় জয়ের বিকল্প ছিল না সোহেল রানা, তপু বর্মন, মোরসালিনদের। শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও সেই জয় তুলে নিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ০-১ গোলে হারা হাভিয়ার কাবরেরা বাহিনী গতকাল ২-১ এর জয়ের উল্লাস নিয়ে মাঠ ছেড়েছে। এটি এই বছর সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দলসহ সব লেভেলের জাতীয় দলের শেষ ম্যাচ। ফলে জয়েই ২০২৪-এর শেষ ফিফা প্রীতি ম্যাচ সম্পন্ন করল ২০০৩-এর সাফ চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচের একাদশ থেকে দুই বদল করে গতকাল মালদ্বীপের বিপক্ষে ১১ জনকে মাঠে নামানো। অধিনায়ক তপু বর্মনের বদলে এই ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড ছিল সোহেল রানার বাহুতে। আর সৈয়দ শাহ কাজেম কিরমানির জায়গায় প্রথম একাদশে সুযোগ পান মজিবুর রহমান জনি। ক্যাপ্টেন্সি হারানোর চাপট সামলাতে হয়তো পারেননি তপু। তাই তার মারাত্মক ভুলেই ২৩ মিনিটে মালদ্বীপের এগিয়ে যাওয়া। বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষ ফুটবলার ইব্রাহিম হুসাইনের পায়ে জমা দেন তপু। সেই বল ধরে ইব্রাহিম বল বাড়ান আলী ফাসিরের কাছে। প্রথম ম্যাচে জয়ের নায়ক এই ফাসির এবারও কোনো ভুল করলেন না। গায়ে গায়ে লেগে থাকা তপুকে পরাস্ত করে ফাসির যে টোকা মারেন বলে তাতেই পরাস্ত গোলরক্ষক মিতুল মারমা। ১-০তে লিড নেয় সফরকারীরা।
পিছিয়ে পড়ার পর বাংলাদেশ জ্বলে উঠে। ৩৯ মিনিটে গোলের খুব কাছে চলে যায় স্বাগতিকরা। রাকিব হোসেনের ক্রসে টোকা মারেন ফয়সাল আহমেদ ফাহিম। সে বল বাম দিকে শরীর ফেলে রুখে দেন মালদ্বীপের গোলরক্ষক হুসাইন শরীফ। ফিরতি বলে মোরসালিনের শট বার উঁচিয়ে গেলে নষ্ট হয় সুযোগ। দুই মিনিট পর ফাহিমও পারেননি দলকে ম্যাচে ফেরাতে। শেষ পর্যন্ত ফাহিম, মোরাসালিন কম্বিনেশনে সমতা আনেন মজিবুর রহমান জনি। ফাহিমের ছোট পাসে জনিকে ব্যাক পাস করেন মোরসালিন। বক্সের বাইরে সেই বলের নিয়ন্ত্রণ নেন জনি। এরপর সামনে থাকা মালদ্বীপের এক ডিফেন্ডারকে কাটিয়ে জনি ডান পায়ে যে কোনাকুনি শট নেন তা মালদ্বীপের শেষ প্রহরীর সব প্রতিরোধ ভেঙে আশ্রয় নেয় জালে। সাথে সাথে উল্লাসে মাতেন কিংস এরিনার গ্যালারিসহ টিভি পর্দার সামনে থাকা হাজার হাজার দর্শক। ৪৩ মিনিটের এই ১-১ স্কোর নিয়ে বিরতিতে যায় দুই দল। এই জনি দুই বছর আগে কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে জয়ের নায়ক।

৫০ মিনিটে রাকিবের শট বিপক্ষ কিপার কর্নার করলে লিড পায়নি হাভিয়ার কাবরেরা বাহিনী। ৫৩ মিনিটে মালদ্বীপের আবদুল আলীমের হেড খুব কাছ থেকে রুখে দেন মিতুল মারমা। ফিরতি বল কর্নার করেন সাদউদ্দিন।
ম্যাচের শেষ ১০ মিনিট ছিল বাংলাদেশের দখলে। তবে ৮৪ মিনিটে বদলি হিসেবে নামা স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভার মিসটি ছিল দৃষ্টিকটু। অপর বদলি শাহরিয়ার ইমনের শট মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গেলে ফাঁকায় থেকেও সেই বল জালে পাঠাতে পারেনি কালই অভিষেক ঘটা নোভা। ৮৮ মিনিটে তপুর হেড লক্ষ্য মিস করার পর ৭ মিনিট ইনজুরি টাইমের ৯৩ মিনিটে জয় সূচক গোল লাল-সবুজদের। শাহরিয়ার ইমনের ক্রসে পা লাগিয়ে বছরটা দেশবাসীর জন্য জয়ে শেষ করান আরেক বদলি হিসেবে নামা পাপন সিং। মাঠে এসে এই ম্যাচ উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেটার তামিম ইকবালও।
বাংলাদেশ দল : মিতুল, তপু, হৃদয়, মোরসালিন ( নোভা ৭০ মি.), রাকিব, ফাহিম ( চন্দন রায় ৭০ মি.), শাকিল তপু, সোহেল রানা ( পাপন সিং ৮৮ মি.), ঈসা (রহমত ৪৬ মি.), জনি ( শাহরিয়ার ইমন ( ৭০ মি.) সাদ উদ্দিন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল