বাংলাদেশ সিরিজে হোল্ডারবিহীন ওয়েস্ট ইন্ডিজ
- ক্রীড়া ডেস্ক
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:২২
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে গত পরশু ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে নেই অলরাউন্ডার জেসন হোল্ডার। কাঁধের চোট থেকে সেরে উঠতে না পারায় স্কোয়াডে নেই অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডার। তারপরও শক্তিশালী পেস আক্রমণ নিয়েই এই সিরিজে নামছে ক্যারিবিয়ানরা। হোল্ডারের জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন।
অলরাউন্ডার হোল্ডার স্কোয়াডে না থাকলেও রয়েছেন অভিজ্ঞ পেসার কেমার রোচ। তার সাথে আছেন আলজারি জেসোফ ও জেডেন সিলসের মতো বিপজ্জনক দুই পেসার। উঠতি দুই পেসার শামার জোসেফ ও অ্যান্ডারসনকেও রাখা হয়েছে স্কোয়াডে। এই পাঁচ বিশেষজ্ঞ পেসার ছাড়াও দলে ফেরানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসকে।
সবশেষ গত অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজের দল থেকে হোল্ডার ছাড়াও বাংলাদেশের বিপক্ষে নেই বাঁহাতি স্পিনার গুডাকেশ মতি। তার জায়গায় ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার। তবে ব্যাটিং লাইনআপে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দুই দলই এই সিরিজের আগে খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে উইন্ডিজ আর ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই দলই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে ঘরের মাঠে।
অ্যান্টিগায় আগামী শুক্রবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। ওয়েস্ট ইন্ডিজে সবশেষ দু’টি সফরেই বাংলাদেশের প্রথম টেস্ট ছিল অ্যান্টিগায়। আর দুইবারই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ হেরেছে টাইগাররা। দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু ৩০ নভেম্বর। এখানে সবশেষ ২০১৮ সালে ক্যারিবিয়ান পেসের সামনে নতজানু হয়ে হারতে হয়েছিল সেই ম্যাচও।
টেস্ট সিরিজের আগে রোব ও সোমবার দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে ম্যাচটি শুরুতে চার দিনের থাকলেও পরে দুই দিনের ম্যাচে নামিয়ে আনা হয়। ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এই ম্যাচেও নেতৃত্ব দেবেন দলকে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা