১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জনসনের ৫ উইকেটে সিরিজ অস্ট্রেলিয়ার

-

তিন ম্যাচ টি-২০ সিরিজে দ্বিতীয়টিতে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ১৪৭ রানের পুঁজি গড়ে অসিরা। এত কম রান তাড়া করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। পাকিস্তানকে এত কম রানে থামাতে বড় ভূমিকা রাখেন পেসার স্পেন্সার জনসন। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে অসিদের জয়ে বড় অবদান রাখেন এই পেসার।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে গতকাল প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদিকে তিনটি চার ও একটি ছক্কা মারেন জেক ফ্রেজার-ম্যাকগুর্ক। পরের ওভারে নাসিমকে একটি করে চার ছক্কা মারেন শর্ট। প্রথম তিন ওভারে রান ৪৮ আসলেও পরের ওভারে রউফ আক্রমণে আসলে পাল্টে যায় চিত্র। ওভারের শেষ তিন বলের মধ্যে ফ্রেজার-ম্যাকগার্ক ২০ ও জশ ইংলিশকে ০ রানে ফিরিয়ে দেন তিনি। পরের ওভারে আব্বাস আফ্রিদির শিকার ম্যাথু শট (৩২)। স্টয়নিস ফেরেন ১৪ রান করে। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ২১ ও টিম ডেভিডও করেন ১৮। শেষের দিকে অ্যারন হার্ডির ২৩ বলে ২৮ রান। রউফ ২২ রানে নেন চার উইকেট। তিনটি উইকেট আব্বাস আফ্রিদির।
লক্ষ্য তাড়ায় ওভারের শুরুটা অবশ্য ভালো হয়নি জনসনের। প্রথম ওভারে খরচ ১২ রান। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান ২৯ বছর বয়সী এই পেসার। দ্বিতীয় ওভারে বাবর আজমকে হারায় পাকিস্তান। তৃতীয় ওভারে শাহিবজাদা ফারহানকে ফিরিয়ে শুরু জনসনের। দশম ওভারে পরপর দুই বলে সাজঘরের পথ দেখান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে। পাকিস্তানের স্কোর তখন চার উইকেটে ৪৪। সেখান থেকে আশা জাগিয়ে তোলেন উসমান ও ইরফান। পঞ্চম উইকেটে দু’জনে গড়েন পঞ্চাশোর্ধ জুটি। শেষ পাঁচ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৭ রান। ১৬তম ওভারে আবার জনসন ফেরান ৫২ রান করা উসমানকে। এক বল পর আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। ১৮তম ওভারে নাথান এলিসকে দুই চার ও এক ছক্কা হাঁকিয়ে জয়ের সম্ভাবনা জিইয়ে রাখেন ইরফান। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। রউফের রান আউটে দুই বল বাকি থাকতেই অল আউট হয় তারা। ইরফান অপরাজিত থাকেন ২৮ বলে ৩৭ রানে। ২৬ রানের বিনিময়ে নিলেন পাঁচ উইকেট। আগামীকাল হোবার্টে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল