বিদায়ী ম্যাচে গার্ড অব অনার ইমরুলকে
- ক্রীড়া প্রতিবেদক
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:২২
জাতীয় লিগে ঢাকা-খুলনা ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ইমরুল কায়েস। বাংলাদেশ দলের হয়ে ৩৯ টেস্ট খেলেছেন বাঁহাতি এই ওপেনিং ব্যাটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে বিদায়ী ম্যাচ খেলাতে নামার আগে গতকাল তার পাশে পেয়েছেন মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালকে। যার একজনের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে জুটি বেঁধে ব্যাট করেছেন। আর অন্যজন ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচের অধিনায়ক।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের লাঞ্চ বিরতির পর খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় ইমরুলকে। ইমরুল মাঠে প্রবেশের সময় তাকে সঙ্গ দেন অভিষেক টেস্টের অধিনায়ক আশরাফুল ও দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী তামিম। ২০০৭ সালে খুলনায় ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট যাত্রা শুরু ইমরুলের। ১৭ বছর পর সেই ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার হয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। মাঠে প্রবেশের সময় ঢাকা ও খুলনা বিভাগের খেলোয়াড়েরা দুই পাশে দাঁড়িয়ে অভিবাদন জানান ইমরুলকে।
পরে খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমানরা। এ সময় মাঠে ছিলেন তামিম ও আশরাফুল। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩৭ ম্যাচে ২০ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে মোট ৭৯৩০ রান করেছেন এই ওপেনার। ৩৯ টেস্টের ক্যারিয়ারে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে রান ১৭৯৭ ইমরুলের।
এ দিকে ইমরুলের বিদায়ী ম্যাচে ব্যাটিং বিপর্যয় খুলনার। নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচটি খেলতে নেমে ব্যক্তিগতভাবে ব্যর্থ তিনি। তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেছেন মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন। ঢাকার বোলার সুমন খানের গতির কাছে পরাস্ত হয়ে ১৭২ রানে অলআউট হয় খুলনা। সুমন সর্বোচ্চ ছয়টি উইকেট নেন।
প্রথম দিনের শেষে ঢাকা ২১.১ ওভারে ৫৮ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট।
এ দিন রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর বিভাগের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা বরিশাল বিভাগ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা