১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সোহানদের জন্য গ্লোবাল টি-২০ বিশাল কিছু

-


বিভিন্ন দেশেই বছরের পর বছর হয়ে আসছে ফ্রাঞ্চাইজি-ভিত্তিক টি-২০ ক্রিকেট। পাঁচ দেশের এই ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়নদের নিয়ে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ। এই আসর প্রথমবার অংশ নিতে আজ ওয়েস্ট ইন্ডিজের দেশ গায়ানায় রওনা হচ্ছে রংপুর রাইডার্সের প্রথম বহর। বাকি দল বিমানে উঠবে ২১ তারিখে। গায়ানা দেশটি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অংশ হলেও মূলত অন্য ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র থেকে আলাদা। দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের প্রতিবেশী দেশ এই গায়ানা। সেখানে এই সুপার লিগ খেলতে লড়বে অস্ট্রেলিয়ার শেফিল্ড চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেরা গায়ানা আমাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টের হ্যামশায়ার হকস, পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্স। যা বলা যায় ফ্রাঞ্চাইজি বিশ্বকাপই। ১১ ম্যাচের সব খেলাই হবে গায়ানর প্রভিডেন্স স্টেডিয়ামে। এই বিশ্বকাপের আদলে গ্লোবাল টি-২০ রংপুর রাইডার্সের খেলোয়াড়দের জন্য বিশাল কিছু। নিজেদের মেলে ধরার বড় উপলক্ষ। গতকাল সংবাদ সম্মেলনে এই কথাই জানান দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান।
এই দলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সাথে আছেন বিভিন্ন দেশের জাতীয় দলের ক্রিকেটার। এই টুর্নামেন্টে ভালো করাটা প্রত্যেক দলেরই লক্ষ্য। বাংলাদেশের প্রতিনিধিটিও চায় ভালো করতে। সোহান স্পস্ট করলেন, গ্লোবাল টি-২০ মতো বড় আসরে আমরা খেলতে যাচ্ছি। এটা বিশাল সুযোগ খেলোয়াড়দের জন্য। তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবে এই আসরে। চ্যালেঞ্জ থাকবে এই বড় ফ্ল্যাটফর্মে ভালো করার। সবারই চেষ্টা থাকবে সেরাটা মানে শতভাগ দেয়ার।’ জাতীয় দল থেকে বাদ পড়া এই উইকেটরক্ষক ব্যাটার জানান, এখানে আমাদের ক্রিকেটাররা যে অভিজ্ঞতা অর্জন করবে তা তাদের ভবিষ্যতে কাজে লাগবে।’

রংপুর রাইডার্সের অনেক ক্রিকেটারের জন্যই গায়ানার মাঠ নতুন। তবে সোহান দুই বছর আগে বাংলাদেশ দলের হয়ে প্রভিডেন্স স্টেডিয়ামে খেলে এসেছেন। তাই এর পিচ সম্পর্কে সম্যক ধারণা আছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করলেন, গায়ানার পিচ অনেকটাই বাংলাদেশের পিচের মতো। সেখানে আমি খেলেছি। এই অভিজ্ঞতা সতীর্থদের মাঝে শেয়ার করেছি। টুর্নামেন্ট শুরুর আগে গানায়ায় তিন-চার দিন অনুশীলন করার সুযোগ পাবো। এটাও দারুণ কাজে দেবে ভালো মতো সব কিছু বুঝতে।’ এরপর নিজের সম্পর্কে বলেন, আমি এখন ইনজুরি মুক্ত। কিপিং- ব্যাটিং সবই করছিল সাবলীলভাবে।’ জাতীয় দলে ফিরতে সোহানের জন্য এই টুর্নামেন্ট বিশেষ উপলক্ষ। রংপুরের এই অধিনায়ক জানান, অবশ্যই সবার মতো আমারো ইচ্ছে থাকে দেশের হয়ে খেলার। কিন্তু টিম কম্বিনেশনের কারণে থাকতে পারি না। আশা করি দ্রুতই জাতীয় দলে ফিরব।’ সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও জানান, সোহানের সব যোগ্যতাই আছে জাতীয় দলে ফেরার।
টুর্নামেন্টে রংপুর রাইডার্সের জার্সিতে লাল-সবুজ রঙ। দলের ম্যানেজার শাহনিয়ান তানিমের মতে, যেহেতু আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি তাই দেশের পাতাকার রঙের উপস্থিতি জার্সিতে।
এই আসরে রংপুর রাইডার্স পাচ্ছে না সাকিব আল হাসানকে। সাকিবকে খুব মিস করছেন বলে জানান সোহান। বাংলাদেশ সেরা অলরাউন্ডাটি টি-১০ লিগের ব্যস্ততার জন্যই যেতে পারছেন না বলে তথ্য দেন তানিম। তবে তারা এই আসরের জন্য পাচ্ছে পাকিস্তানের খুশদীল শাহকে। গানায়ার পিচে স্পিনাররা সুবিধা পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল