‘বুড়ো’ রোনালদোর ভেলকিতে গোলউৎসব পর্তুগালের
- ক্রীড়া ডেস্ক
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:২০
বয়স চল্লিশ ছুঁই ছুঁই। অধিকাংশ ফুটবলাররা এই সময়টায় বুট জোড়া তুলে রেখে স্মৃতি রোমন্থন করেন। ব্যতিক্রম কেবল ক্রিশ্চিয়ানো রোনাদোর মতো ফুটবলাররা। অন্য ধাতুতে গড়া ‘সি আর সেভেন’ দেখিয়ে যাচ্ছেন বুড়ো হাড়ের ভেলকি। উয়েফা নেশন্স লিগে গত পরশু আরো একটি রোনালদো ‘শো’তে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোলের সাথে একটি অ্যাসিস্টও করেন পর্তুগিজ মহাতারকা। শেষ দিকে চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকে রাতটা শুধুই নিজের করে নেন রোনালদো।
টুর্নামেন্টের আরেক ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্পেন। নিজেদের মাঠে শেষ মুহূর্তের গোলে ফেরার আভাস দিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয় ডেনমার্ককে। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেল লুইস দে ফন্তের দল। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের সেরা দল স্পেন। ৭ পয়েন্ট নিয়ে তাদের পরেই ডেনমার্ক। এদিকে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে স্কটল্যান্ড। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় ক্রোয়েটরা। ৮৪ মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার জন ম্যাকগিন। এই হারেও অবশ্য শেষ আটে যাওয়ার দৌড়ে এগিয়ে লুকা মডরিচের দল। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে তারা। অন্যদিকে সমান চার পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিন ও চারে পোল্যান্ড ও স্কটল্যান্ড। ৫ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল।
পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে গোল উৎসব শুরু হয় পর্তুগালের। প্রথামার্ধে পুরো গোছানো ফুটবল খেলতে পারেনি স্বাগতিকরা। ৫৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের গোলের পর ৭২ মিনিটে পেলাল্টিতে ব্যবধান দ্বিগুন করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। মূলত ম্যাচের শেষদিকে পোলিশদের ওপর ঝড় বইয়ে দেন রোনাদোরা। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ, তিন মিনিট পর নেটোর গোলে স্কোরলাইন হয় ৪-০। ৮৭ মিনিটে ঘরের মাঠে দর্শকদের ম্যাচের চমৎকার মুহূর্তটি উপহার দেন আল নাসর তারকা। তার বাইসাইকেল কিকে করা গোলটি যেন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে ছিল ভক্ত সমর্থকরা। এক মিনিট পরই পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ডমিনিক মার্কজুক।
প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেয়া ম্যাচে দারুণ এক বিশ্বরেকর্ড করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পাওয়া ফুটবলার এখন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ১৩২ ম্যাচ জয় পাওয়া পর্তুগিজ মহাতারকা পেছনে ফেলেছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসকে।
বড় জয়ে পর শীর্ষদের প্রশংসায় ভাসান কোচ রবার্তো মার্টিনেজ। পর্তুগালের কোচ বলেন, প্রথমার্ধে বাজে ছিল। তবে দ্বিতীয়ার্ধে ছিল আমার দেখা এখন পর্যন্ত সেরা। আমরা মানসিকতা বদলে খেলায় মনোযোগ বাড়িয়েছি,পারস্পরিক সহায়তা বাড়িয়েছি। সুযোগই দেইনি পোল্যান্ডকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা