শেষের রোমাঞ্চে উরুগুয়ের জয়
- ক্রীড়া ডেস্ক
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:১৯
ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে দেখা গেল নাটকীয় এক ম্যাচ। কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়ের এই ম্যাচের শেষদিকে ছাড়িয়ে যায় রোমাঞ্চের মাত্রা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে সমতায় ফিরে ফের গোল খেয়ে ৩-২ ব্যবধানের হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। অন্য দিকে শেষদিকের গোলে জয় পেয়ে উল্লাসে মেতে ওঠে উরুগুয়ে। দিনের অন্য ম্যাচে পেরুর বিপক্ষে গোলশূন্য ড্র করে চিলি।
মন্টোভিডিওতে অনেকটা সমানে সমানে লড়ে উরুগুয়ে-কলম্বিয়া। দুই দলই নিয়েছে মোট ১০টি শট, যার মধ্যে স্বাগতিক উরুগুয়ে লক্ষ্যে রাখে পাঁচটি আর সফরকারীরা ৪টি। ৩১ মিনিটে হুয়ান কিনতেরোর গোলে এগিয়ে গিয়ে বিরতিতে যায় কলম্বিয়া। তবে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আত্মঘাতী এক গোলে কপাল পোড়ে কলম্বিয়ার। নিজেদের জালে বল পাঠিয়ে প্রতিপক্ষকে সমতায় ফেরান দাভিনসন সানচেস।
মিনিট তিনেক পরই অভিষিক্ত রদ্রিগো আগিরের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মার্সেলো বিয়েলসার দল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর দুই দলই মরিয়া আক্রমণ চালাতে থাকে। তাতে যোগ করা সময়ের ৬ মিনিটে গোলও পেয়ে যায় কলম্বিয়া। ফেরান আন্দ্রেস গোমেজের গোলে সমতায় ফেরে তারা উচ্ছ্বাসে ভাসে। যদিও তার স্থায়িত্ব হয় ৫ মিনিট। মানুয়েল উগার্তের গোলে চলতি বছরে বাছাইয়ের প্রথম জয় পায় উরুগুয়ে।
উরুগুয়ের কাছে এই জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন কোচ বিয়েলসা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজকের মতো এই ধরনের জয়ের অনুভূতি এত তীব্র যে, উরুগুয়ে জাতীয় দলের সংশ্লিষ্ট সব পক্ষের জন্য তা নিরাময়ের মতো। এই জয় পাওয়া অপরিহার্য ছিল। এটা যেভাবেই হোক, এই জয়টা খুবই জরুরি ছিল। আমরা সঠিক পথেই আছি।
এই জয়ে কলম্বিয়ার সমান ১৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আছে উরুগুয়ে। ৬ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে চিলি। ১ পয়েন্ট বেশি নিয়ে শেষ থেকে দ্বিতীয় পেরু।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা