১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রেকর্ডের পসরা সাজিয়ে ভারতের সিরিজ জয়

-

রেকর্ড, রেকর্ড আর রেকর্ড। জোহানেসবার্গে যেন রেকর্ডের মেলা নিয়ে বসেছিল ভারত। এই রেকর্ডের বন্যা চেয়ে চেয়ে দেখে হজম করা ছাড়া কিছুই করার ছিল না দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের নাকের জল চোখের জল এক করে সিরিজ জিতে নিয়েছে ভারত। স্বাগতিকদের বিপক্ষে গত পরশু ১৩৫ রানের বিশাল এই জয়ে চার ম্যাচ টি-২০ সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ভারত।
‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ এদিন প্রোটিয়াদের অবস্থা ছিল অনেকটা এমনই। শুরুতে ব্যাটিং করে মাত্র এক উইকেট হারিয়ে বোলারদের ছাতুপেটা করে ২৮৩ রানের পর্বত গড়ে তোলে ভারত। পরে রানের চাপায় পড়ে সব ক’টি উইকেট হারিয়ে ১৪৮ রান শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার বিধ্বংসী দুই শতকই মূলত এই ম্যাচের শিরোনাম। স্যামসন খেলেন ৫৬ বলে ১০৯ রানের ইনিংস, তার চেয়েও খুনে মেজাজে ব্যাট করে ৪৭ বলে ১২০ রান করেন তিলক। ম্যাচসেরার সাথে ২৮০ রান করে সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
১৩৫ : টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়।
২১০ : তিলক-স্যামসনের জুটি। এই সংস্করণে ভারতের সর্বোচ্চ ও দ্বিতীয় উইকেটে বিশ্বরেকর্ড।
২৩ : টি-২০ তে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ছক্ক।
৯ : এই বছর ভারতের দুইশ’ ঊধ্বের্ রান। এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ।
৯.৫৫ : চলতি বছর কুড়ি ওভারের ক্রিকেটে ভারতের ওভারপ্রতি রানরেট। ৯.২৩ ও ৯.২০ গতিতে রান তোলার আগের রেকর্ডও ভারতের।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল