সমাধান কি দক্ষিণ আফ্রিকাতেই
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। সময়মতো টুর্নামেন্টটি হবে কিনা তা অনিশ্চিত। হলে কোথায় হবে ? উত্তর না মিলা পর্যন্ত সূচিও প্রকাশ সম্ভব নয়। সবমিলিয়ে চাপে আইসিসি। লজিস্টিকস, ভিসা, নিরাপত্তা, আবাসনসহ যাবতীয় বিষয় মাথায় রেখে দ্রুতই টুর্নামেন্টের সূচি ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। পিসিবি জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না। আগামী সোম কিংবা মঙ্গলবারের মধ্যেই হতে পারে সমাধান।
সব টুর্নামেন্টে সম্প্রচার স্বত্ব কিনে নেয়া প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়াও চাপ দিচ্ছে আইসিসিকে, যাতে টুর্নামেন্টটি হয় এবং পাকিস্তান-ভারতকে নিয়েই হয়। ২০২৭ সাল পর্যন্ত আইসিসির সম্প্রচার স্বত্ব পেতে স্টার ইন্ডিয়ার বিনিয়োগ ৩ হাজার বিলিয়ন ডলার, যা টাকার অঙ্কে ৩৫ হাজার ৮৩৮ কোটি ১৪ লাখ টাকা। বৈশ্বিক সব টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান মুখোমুখি হবে এমনটা ধরেই এত অর্থ ঢেলেছে স্টার ইন্ডিয়া। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত কিংবা পাকিস্তান দুই দলের কেউ না খেললে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইসিসিও। পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি সরে গেলে ৬ কোটি ৫০ লাখ ডলারের মতো ‘আয়োজন ফি’ হারাবে পাকিস্তান।
পছন্দের তালিকায় দক্ষিণ আফ্রিকা
সম্প্রচারকারী প্রতিষ্ঠানের পছন্দের তালিকায় দক্ষিণ আফ্রিকা এগিয়ে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নাকি পুরোপুরি তৈরিও আইসিসির এ টুর্নামেন্ট আয়োজনের। এখানেও পাকিস্তানের সম্মতিটা বড় জরুরি। তারা নিশ্চয়ই চাইবে না আয়োজনস্বত্ব ছাড়তে। আরেকটা অপশন হতে পারে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া। কিন্তু সেটি কি মানবে সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার ইন্ডিয়া! তাদের চাওয়া, যে দেশেই টুর্নামেন্ট হোক, সব ম্যাচ যেন একই দেশেই হয়।
ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে আইসিসি
আইসিসি গত দু’দিনে দুটি বড় পদক্ষেপ নিয়েছে। দুটি পদক্ষেপই পাকিস্তানের পক্ষে গেছে। প্রথমটি হলো গত বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমো প্রকাশ করেছে আইসিসি, সেখানে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম লেখা। দ্বিতীয়টি হলো, গতকাল তারা ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে। পাকিস্তানে কেন যাবে না, সেটার আনুষ্ঠানিক ব্যাখ্যা ভারতীয় বোর্ডের কাছে চেয়েছে আইসিসি।
টুর্নামেন্ট হবে আট দল নিয়ে। ভারত জানিয়েছে, তারা পাকিস্তানে খেলতে যাবে না। সে ক্ষেত্রে আটটি দেশ নিয়ে আসর কিভাবে হবে? নাকি ভারতের পরিবর্তে অন্য কোনো দেশকে সুযোগ দেয়া হবে! কেউ কেউ মনে করছেন, প্রোমো আগেই তৈরি করা ছিল। এখন তা প্রকাশ করা হয়েছে।
ভারতের চাওয়ায় তিন শহরে ট্রফি ট্যুর বাতিল
১৬-২৪ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফিটি পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরবে। এর আগে পিসিবি প্রকাশ করেছিল কোন কোন শহরে ট্রফিটা ঘুরবে। এরপরই তিনটি শহরে ট্রফি ট্যুর নিয়ে আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের আপত্তিতে আইসিসি গতকাল সেই তিনটি শহরকে ট্রফি ট্যুর থেকে বাতিল ঘোষণা করেছে। শহর তিনটি হলো, গিলগিট-বালতিস্তান অঞ্চলের স্কারদু, বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন এরিয়া মারি ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ। এবারই প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টের সূচি প্রকাশের আগেই শুরু হচ্ছে ট্রফি ট্যুর। ১০-১৩ ডিসেম্বর বাংলাদেশে হবে চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শনী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা