১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হেরেছে আর্জেন্টিনা ড্র ব্রাজিলের

-


ফিফা র‌্যাংকিংয়ে প্যারাগুয়ের অবস্থান ৫৫তম আর আর্জেন্টিনা সবার উপরে। তবে এই র‌্যাংকিংয়ের ধার ধারে না প্যারাগুয়ে। ঘরের মাঠে এই দল যে কতটা কঠিন প্রতিপক্ষ, সেটা হাড়ে হাড়ে টের পেল লিওনেল মেসিরা। আর্জেন্টিনার সাদামাটা পারফরম্যান্সের বিপরীতে প্রতিপক্ষের চোয়ালবদ্ধ লড়াইয়ের ফল লিওনেল স্কালোনির দলের ২-১ গোলে হার। এই নিয়ে সবশেষ গত চার ম্যাচের তিনটিতেই জয় ছাড়া মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে সুযোগ হাতছাড়ার মাশুল দিতে হয়েছে ব্রাজিলকে।

পেনাল্টি মিস ছাড়াও গোলের একাধিক সুযোগ হেলায় হারিয়ে ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে দরিভাল জুনিয়রের দল। শেষদিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কমে যাওয়ার সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ইকুয়েডর।
দেল চাকো স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১১ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। এনজো ফার্নান্দেজের পাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্য ভেদ করেন ইন্টারমিলানের এই ফরোয়ার্ড। তবে ৮ মিনিট পরই সমতায় ফেরার উল্লাসে মেতে ওঠে স্বাগতিকরা। আন্তোনিও সানাব্রিয়ার অসাধারণ বাইসাইকেল কিক ঠেকাতে ব্যর্থ হন দুই ম্যাচ পর নিষেধাজ্ঞা থেকে ফেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধের বাকি সময় দলের আক্রমণে ধার বাড়ালেও গোলমুখে শট নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেই ২ মিনিটের মধ্যে আর্জেন্টিনার হতাশা আরো বাড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে। হেড থেকে গোলটি করেন ওমর আদরেতে। এর আগে প্রথামার্ধের খেলা শেষে রেফারিকে শাসিয়ে কথা বলতে দেখা যায় দলের অধিনায়ক মেসিকে। ব্রাজিলিয়ান ওই রেফারির একটি সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় মাঠেই রাগ ঝাড়েন মিয়ামি তারকা। এই ম্যাচের শেষ পর্যন্ত মাঠে থেকেও দলকে জয় এনে দিতে পারেননি বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
আগের দুই ম্যাচে জয় পাওয়া ব্রাজিল স্বরূপে ফেরার আভাস দিয়েও ফের হোঁচট খায়। প্রতিপক্ষের মাঠে প্রথম গোলটি আসে রাফিনহার পা থেকে। ৪৩ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি কিকে বল জালে জড়ান বার্সেলোনা তারকা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই গোল হজম করে বসে সফরকারীরা। ৪৬ মিনিটে ডি বক্সের মুখ থেকে জোরালো শটে স্বাগতিকদের সমতায় ফেরান বদলি নামা মিডলিল্ডার তেলাসকো সাগাভিয়া।

ব্রাজিলের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটি আসে ৬৮ মিনিটে। প্রতিপক্ষের বক্সে গোলরক্ষকের ফাউলের শিকার হন ভিনিসিয়াস জুনিয়র। ভিএআরে পেনাল্টি পাওয়া সেলেকাওদের হয়ে পোস্টের বাঁদিকে শট নেন ভিনি। তবে রিয়াল মাদ্রিদ তারকাকে হতাশার সাগরে ডুবিয়ে শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রাফায়েল রোমা। ফিরতি বলেও শট নিলে তা চলে যায় পোস্টের বাইরে। শেষদিকে জয়সূচক গোল পেতে মরিয়া আক্রমণ করে ব্রাজিল। ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভেনিজুয়েলার ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস। তবে তাতে ম্যাচের ফলে আর পরিবর্তন আনতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ড্রয়ের পরও পয়েন্ট টেবিলে এগিয়েছে ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চার থেকে তিনে উঠে এসেছে তারা। অন্য দিকে হারের পরও শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ খেলা আলবিসেলেস্তাদের পয়েন্ট ২২। বাছাইপর্বে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলকেই চমকে দেয়া প্যারাগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে আছে। ১২ পয়েন্ট নিয়ে তাদের পরেই ভেনিজুয়েলা।

 


আরো সংবাদ



premium cement