কাবাডির কমিটিতে মাত্র ২ খেলোয়াড়
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
এক সময় এশিয়ান গেমসে নিয়মিত পদক ছিনিয়ে আনা ডিসিপ্লিনটি এখন দৈন্যতায় ভুগছে। ৫ আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে পট-পরিবর্তনের পর খেলাটিকে সচল করতে সাবেক তারকা খেলোয়াড় আজগর আলী, আব্দুল জলিল, জিয়াউর রহমানরা একাট্টা হয়েছিলেন। তবে তাদের সেই স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে সদ্য ঘোষিত নতুন অ্যাডহক কমিটির রূপরেখা দেখে। গত বৃহস্পতিবার ঘোষিত ১৮ সদস্যের কমিটিতে মাত্র দুইজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন।
প্রত্যেকটি ডিসিপ্লিনে উন্নয়নের জন্য সাবেক খেলোয়াড়দের কমিটিতে আনার বিষয়ে জোর দিয়েছিলেন সার্চ কমিটির সদস্যরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। কিন্তু কাবাডির ক্ষেত্রে হলো তার উলটোটা। কাবাডির খেলোয়াড় না হয়েও এসএম নেওয়াজ সোহাগকেই করা হয়েছে সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের লোক হওয়ায় এবং সাবেক সাধারন সম্পাদক বিদায়ী ডিআইজি হাবিবুর রহমানের বিশেষ ছায়া থাকায় সোহাগ ফেডারেশনের যুগ্ম সম্পাদক হয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা