১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গ্লোবালে ফাইনাল খেলতে চায় রংপুর

রংপুর রাইডার্সের অনুশীলনের সময় ক্রিকেটারদের ব্রিফ করছেন কোচ মোহাম্মদ আশরাফুল : ইন্টারনেট -

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে খেলার জন্য গতকাল অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন করছে দলটি। আসন্ন এই আসরে ফাইনাল খেলতে চায় রংপুর, লক্ষ্য থাকবে শিরোপা জয়ে। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে এই টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তাব দেয়া হয়েছিল। তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় খেলার সুযোগ হয় রংপুরের।
২৬ নভেম্বর মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে মাঠে নামবে রংপুর। পরের ম্যাচে ১ ডিসেম্বর ভিক্টোরিয়ার সাথে। নিজেদের শেষ দুই ম্যাচে ৪ ও ৫ ডিসেম্বর খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের বিপক্ষে।
আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে রংপুর। ৯ বাংলাদেশী ক্রিকেটারের সাথে সেখানে আছেন চার বিদেশী ক্রিকেটারও। গ্লোবাল সুপার লিগে খেলাটা সহজ হবে না, মানছেন আশরাফুল নিজেও। তবুও শিরোপায় চোখ থাকবে মিকি আর্থারের দায়িত্বে থাকা দলটির।
আশরাফুলের কথায়, ‘অবশ্যই সহজ হবে না। তবে এটা স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরম্যান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’
দল নিয়ে আশরাফুল বলেন, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। বিপিএলে এটি তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। আরো তিন দিন অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরো চার দিন অনুশীলন হবে। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’
বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা গর্বের : সোহান
গ্লোবাল সুপার লিগে দেশকে প্রতিনিধিত্ব করার অনুভূতি হচ্ছে সোহানের। তার কাছে দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের। মিরপুরে অনুশীলন শেষে রংপুরের অধিনায়ক সোহান বলেন, ‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের ব্যাপার। আমরা রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাচ্ছি, তার পরও মনে হচ্ছে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। মনে হচ্ছে খুবই প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট হবে।’
দলের পরিকল্পনা নিয়ে সোহান বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচের পরিকল্পনা করছি। ওখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাঠে যতটা ভালো ক্রিকেট খেলা যায় সেটার ওপরই নির্ভর করবে। আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। কারণ আমরা খুব বেশি টি-২০ খেলার সুযোগ পাই না। সেরাটা দিতে পারলে সবার জন্য সুযোগ অনেক বেশি তৈরি হবে।’
রাইডাসের্র জার্সিতে ৫ আগস্ট
আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে অনেক কিছুই ফুটিয়ে তোলার আভাস মিলেছে। যার নমুনা দেখা গেল গতকাল রংপুর রাইডার্সের জার্সিতে। এ দিন অনুশীলনে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করে বিশেষ জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রাম আর আত্মত্যাগ। সবুজের ওপর রক্তিম লাল রঙে বাংলাদেশের পতাকা হাতে ছাত্র-জনতার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে ছড়ানো ছিটানো ছোপ ছোপ লাল রঙ দিয়ে শহীদদের তাজা রক্তকে বোঝানো হয়েছে।
রংপুর রাইডার্স স্কোয়াড :
নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মাহেদি, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল