জি এম জিয়ার ছেলের পাশে তামিম
- ক্রীড়া প্রতিবেদক
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০৫
সবাইকে শোকের সাগরে ভাসিয়ে আচমকা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের ম্যাচ চলাকালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। জিয়াকে হারিয়ে অথৈ সাগরে পড়ে যাওয়া তার পরিবারের পাশে এবার দাঁড়ালেন তামিম ইকবাল।
গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুর পর অনেকেই তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও সেভাবে কেউ এগিয়ে আসেননি। বাবার স্বপ্নপূরণ করতে সুপার গ্র্যান্ডমাস্টার হতে চান তাজওয়ার জিয়া। এ জন্য আর্থিক সহায়তার প্রয়োজন। বিষয়টি জানতে পেরে গতকাল মিরপুর স্টেডিয়ামে তাওজয়ারের হাতে পাঁচ লাখ টাকা তুলে দিলেন তামিম ইকবাল। এ দিকে যুব ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারকে দুই লাখ টাকার চেক দেয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তামিমের উদার সহায়তার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সহায়তার আশ্বাস এসেছে। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন তাদের আবেদন জমা দিতে বলেছেন, যাতে ভবিষ্যতে তাহসিনের দাবা ক্যারিয়ারে সহযোগিতা করা সম্ভব হয়।
এ সময় জিয়ার স্ত্রী তাসমিন সুলতানাও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘উনি (তামিম) আমার সাথে কথা বলেছেন। উনি তো মূলত ক্রিকেটের ভালো একজন খেলোয়াড়। ছেলের ব্যাপারে কথা বলেছেন। জিয়াকে সম্মান করেছেন। ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন। আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে এগোনোর জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সব কিছু ভালো হবে। উনি আমার ছেলেকে ভালো উপদেশ দিয়েছেন। সুন্দর সুন্দর কথা বলেছেন। সবসময় পাশে থাকবেন বলেছেন।’
দেশসেরা ওপেনার তামিমের সাথে আলাপ করতে পেরে দারুণ খুশি তাজওয়ার, ‘উনি তো অনেক বড় একজন ক্রিকেটার। উনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিয়েছেন জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা। দাবার সাথে পড়াশোনাও চালিয়ে যেতে বলেছেন।’
তাহসিন তাজওয়ার জিয়া বর্তমানে একজন উদীয়মান দাবাড়ু এবং সম্প্রতি হাঙ্গেরিতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডসহ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। তার বাবার স্বপ্ন ছিল যে তিনি এক দিন সুপার গ্র্যান্ডমাস্টার হবেন, এবং সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে এখন বিসিবি ও তামিমের সমর্থন তাকে প্রেরণা জোগাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা