বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল
- ক্রীড়া ডেস্ক
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪০
চলতি বছর শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার অপেক্ষায় দেশগুলো। ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মধ্যেও ফিফা উইন্ডোতে নিজ নিজ দেশের জার্সিতে মাঠে নামবে ফুটবলাররা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এই সূচিতে রয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দু’টি করে ম্যাচ। ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি হবে এ দুই দল।
কনমেবল অঞ্চলের ২০২৬ বাছাইপর্বে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা। ১৫ নভেম্বর ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মাঠে তাদেরই বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর বুধবার সকাল ৬টায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা আতিথেয়তা দেবে পেরুকে। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ছয় ম্যাচের দু’টিতে জিতেছে আলবিসেলেস্তেরা। তিনটি ম্যাচ ড্র আর একটিতে জয় পেয়েছে প্যারাগুয়ে। পেরুর বিপক্ষে সবশেষ ১৪ ম্যাচের ১০টিতে জয় ও চারটিতে ড্র করেছে আর্জেন্টিনা।
এ দিকে ১৪ নভেম্বর রাত ৩টায় নিজেদের মাঠে ব্রাজিলকে মোকাবেলা করবে ভেনেজুয়েলা। সবশেষ নেইমার-ভিনিসিয়াসদের বিপক্ষে তাদেরই মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল ভেনেজুয়েলা। ২০ নভেম্বর পরের ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ে। সকাল ৬.৪৫ মিনিটে ম্যাচটি হবে ব্রাজিলে। সবশেষ দুই দলের সাক্ষাতে দুইবারই জয় পেয়েছে উরুগুয়ে। গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে ব্রাজিলকে ২-০তে হারিয়েছিল লুইস সুয়ারেজরা। আর চলতি বছর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলের হার ব্রাজিলের। এবার নিজেদের মাঠে প্রতিশোধ ও বাছাইপর্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লড়াই সেলেকাওদের।
কনমেবল অঞ্চলে এ দিন বলিভিয়াকে নিজ মাঠে কাল সকাল ৬টায় মোকাবেলা করবে ইকুয়েডর। ল্যাটিন অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় কলম্বিয়া ও উরুগুয়ের ম্যাচটিও হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শেষ ম্যাচে চিলিকে আতিথেয়তা দেবে পেরু।
বিশ্বকাপ বাছাইয়ে ল্যাটিন অঞ্চলে ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ব্রাজিল। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। ব্রাজিলের সমান ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে তৃতীয় উরুগুয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা