টেস্টে অবসরের ঘোষণা ইমরুলের
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩৯
২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের সাথে ৩২৭ রানের জুটি গড়ে দারুণ প্রতিরোধই করেছিলেন ইমরুল কায়েস। এমন আরো অনেক ইনিংস খেলেছেন দেশের হয়ে। সেই ইমরুলকে আর দেখা যাবে না লাল বলের কোনো সংস্করণে। গতকাল এক ভিডিও বার্তায় টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানান ইমরুল।
জাতীয় দলে টেস্ট ক্রিকেটে ২০১৯ থেকে ব্রাত্য হলেও ওয়ানডে ছেড়েছেন আরো আগে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর দেখা যায়নি তাকে। ২০১৭ সালে খেলেছেন শেষ টি-২০ ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন চার হাজার ৩৫০ রান।
জাতীয় দলে সবশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের দলে ছিলেন এই ওপেনার। সেই ম্যাচে করেছিলেন ৪ ও ৫। আগের টেস্টের দুই ইনিংসেই করে ৬ রান। এমন বিবর্ণ পারফরম্যান্সের পর টেস্ট ক্রিকেট তো বটেই আর কোনো সংস্করণেই দেখা যায়নি তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইমরুল বললেন, ‘আমি বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে, আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’
চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে মোটামুটি ভালোই খেলছেন ইমরুল। খুলনা বিভাগের হয়ে তার পাঁচ ইনিংস ৮৬ *, ৭১, ৪৬, ১৩ ও ০। আগামী ১৬ নভেম্বর পঞ্চম রাউন্ডে ঢাকার বিপক্ষে নিজেদের পঞ্চম রাউন্ড খেলবে খুলনা। সেদিনই আনুষ্ঠানিকভাবে টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলবেন এই ওপেনার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা